ক্রমেই বাড়ছে ইরান এবং ইজরায়েলের মধ্যে টানাপড়েন। দু’দেশের পারস্পরিক সম্পর্কে টানাপড়েনের জেরে পশ্চিম এশিয়ায় উত্তেজনার আবহ সৃষ্টি হয়েছে। শুক্রবারই ওয়াল স্ট্রিট জার্নাল মার্কিন সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছিল, আমেরিকার গোয়েন্দাদের রিপোর্টে বলা হয়েছে, ইজরায়েলে আক্রমণ করতে পারে ইরান। সেই খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে ভারত সরকার। বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতি জারি করে ভারতীয়দের ইরান এবং ইজ়রায়েলে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যাতে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি না হতে হয়, তার জন্য ঘুরপথে ইউরোপে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। ইরান এবং ইজ়রায়েলের মধ্যে যে যুদ্ধের আবহ তৈরি হয়েছে, তার জেরে পশ্চিম এশিয়ায় পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। দু’দেশের হুমকি এবং পাল্টা হুমকির জেরে সম্ভাব্য যুদ্ধের যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই আশঙ্কা করেই ইরানের আকাশসীমা এড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও ওই সূত্রের দাবি। এমন পরিস্থিতিতে ইউরোপগামী এয়ার ইন্ডিয়ার বিমানগুলি ইরানের আকাশসীমা এড়িয়ে ঘুরপথে যাচ্ছে বলে সূত্রের খবর । ঘুরপথে যাওয়ার জন্য ভাড়ার হেরফের হবে কি না সে বিষয়ে স্পষ্ট কিছু প্রকাশ্যে আসেনি।
অন্যদিকে ইতিমধ্যে ইরানের হামলার আশঙ্কায় ইজরায়েল তার কর্মীদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। নেওয়া হচ্ছে আপৎকালীন অন্যান্য ব্যবস্থাও।