লজ্জা! ধিক্কার! ধিক্কার! মাথা নীচু 'নৈরাজ্য' বাংলার!!

নৈরাজ্য – নিবেদিতা শেঠ

আপনার পাতা
Share this news

সিঁদুরে মেঘ দূর আকাশে
বারুদের ঘ্রাণ বাতাসে বাতাসে
রক্তে ভাসছে আমার বাংলা
রক্তাক্ত গ্রাম-বাংলা
সন্ত্রাস আর সন্ত্রাস
গ্রাম বাংলায় গণতন্ত্রের উৎসব
বাংলা যখন ‘নৈরাজ্য’!

বাংলা যেন কসাইখানা
বোমা-বারুদের কারখানা
অস্ত্র হাতে দাপাদাপি
বোমাবাজি আর দেদার গুলি
গণতন্ত্রের মহোৎসব
বাংলার বুকে জঙ্গিরাজ
হুলিয়ানদের তাণ্ডবলীলা
রক্তস্নাত গ্রাম-বাংলা!

নৃসংশতার নগ্ন ছবি ভোটযুদ্ধে
বাংলা মেতেছে রক্তক্ষয়ী দ্বন্দ্বে
উত্তর থেকে দক্ষিণ
বঙ্গজুড়ে আতঙ্কের দিন
কাঁপছে হৃদয়, প্রাণ সংশয়।
সভ্য জাতির এই নিদর্শন
শরীরে বস্ত্র, নগ্ন আচরণ
লজ্জা! ধিক্কার! ধিক্কার!
মাথা নীচু ‘নৈরাজ্য’ বাংলার!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *