যে বিষয়টিতে এবার মমতা বন্দ্যোপাধ্যায় নজর দিতে চাইছেন সেটা এই সমাবেশেই স্পষ্ট করে দিলেন একরকম।দলের শুদ্ধিকরণের ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

21 July TMC Rally: ‘বিত্তবান চাই না, বিবেকবান লোক চাই’, দলের শুদ্ধিকরণের ডাক মমতার, আরও বললেন, ‘…মালদার আম-আমসত্ত্ব আমরা পাবই’

Bengal News Politics
Share this news

একুশের মঞ্চ থেকে লোকসভা নির্বাচনে ও সম্প্রতি উপনির্বাচনগুলিতে জয়ের কারণে মানুষের কাছে কৃতজ্ঞতা জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।রবিবার পয়া বৃষ্টিতেই একুশের বৃহত্তম সমাবেশ করল তৃণমূল(21 July TMC Rally)। নেত্রীর বক্তৃতা শুনতে এদিন ধর্মতলায় দেখা গেল জনস্রোত। 

এবার যে বিষয়টিতে এবার মমতা বন্দ্যোপাধ্যায় নজর দিতে চাইছেন সেটা এই সমাবেশেই স্পষ্ট করে দিলেন একরকম।দলের শুদ্ধিকরণের ডাক দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যাকে দলের অভ্যন্তরে ‘কড়া বার্তা’ বলেই মনে করা হচ্ছে।

রবিবার তাঁর বক্তৃতায় তৃণমূল নেত্রী সরাসরি বলেছেন, ‘‘বিত্তবানদের নয়, বিবেকবানদের দল হতে হবে তৃণমূলকে। আমি দলে বিত্তবান লোক চাই না। বিবেকবান লোক চাই। কেন জানেন? পয়সা আসে, চলে যায়। কিন্তু সেবার কোনও বিকল্প নেই।’’ অর্থারাজ্যের বিভিন্ন এলাকায় তৃণমূলের এক শ্রেণির নেতার যে আয়ের সঙ্গে সঙ্গতিহীন ব্যয়ের নিদর্শন দেখা যাচ্ছে, তৃণমূল নেত্রী সে দিকেই ইঙ্গিত করেছেন।মমতা বলেছেন, ‘‘যত জিতব, তত নম্র হতে হবে।’’ অর্থাৎ, রাজ্যের বিভিন্ন এলাকায় শাসক দলের নেতা-কর্মীদের একাংশের মধ্যে যে ‘দাদাগিরি’র প্রবণতা দেখা দিয়েছে, সেটাও তিনি সমর্থন করছেন না।

তৃণমূলের নেতা-কর্মীদের উদ্দেসশে নেত্রীর বার্তা  ‘‘যেন কারও বিরুদ্ধে দল কোনও অভিযোগ না পায়! অভিযোগ পেলে দল উপযুক্ত ব্যবস্থা নেবে।’’ সেই কথার জের টেনেই ‘সৎ’ থাকার পরামর্শও দিয়েছেন। বলেছেন, ‘‘আমি চাই আপনারা গরিব থাকুন। তার মানে ঘরে যা আছে, সেটা খেয়ে বেঁচে থাকুন। লোভ করার দরকার নেই।’’ 

অতএব এবারের একুশের মঞ্চ থেকে একের এক বক্তব্য রেখেছেন তৃণমূল সুপ্রিমো যেখানে দলের শুদ্ধিকরণের বার্তা দিয়েছেন তিনি। ২০২৬-এ বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে দলের নেতা-কর্মীদের মানসিকতার বদল হওয়াটা জরুরি, সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন এদিন।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন উত্তরবঙ্গে তৃণমূলের ফলাফলের প্রসঙ্গও তুলে ধরেন। তিনি বলেন, ‘উত্তরবঙ্গে আমাদের খুব ভালো ফল হয়নি। আমি ধন্যবাদ জানাচ্ছি কোচবিহার, রায়গঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের মানুষকে। মালদা লোকসভা নির্বাচনে আমরা জিতিনি, আমি জানি না কেন আপনারা আমাদের ভুল বুঝলেন, হয়ত আমাদেরই দুর্ভাগ্য। ভুল বুঝিনি আমি, আমি বিশ্বাস করি যে, ২০২৬-এর বিধানসভা নির্বাচনে মালদার আম-আমসত্ত্ব আমরা পাবই।’

ৎ (বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *