পার্ক স্ট্রিটে আগুন। অ্যালেনপার্কের উল্টো দিকে পার্ক স্ট্রিট এবং ক্যামাক স্ট্রিটের সংযোগস্থলে এই আগুন লাগে। পার্ক সেন্টার নামে একটি বহুতল রয়েছে সেখানে। আগুন লাগে পার্কসেন্টারের উপরেই। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ন’টি ইঞ্জিন। তবে আগুন ইতিমধ্যেই অনেকটা ছড়িয়ে পড়ায় গোটা এলাকা ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, পার্ক সেন্টারের উপরের তলে একটি নাইটক্লাব এবং রেস্তরাঁ রয়েছে। রয়েছে আরও কিছু দোকানপাট। অনুমান, ওই রেস্তরাঁতেই আগুন লেগেছে। রেস্তরাঁর উপরে যে অ্যাসবেস্টসের ছাদ রয়েছে, সেই ছাদে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে রেস্তরাঁর অস্থায়ী ছাদ ভেঙে নীচে পড়তেও দেখা গিয়েছে। দুর্ঘটনা এড়াতে এলাকার যান চলাচল নিয়ন্ত্রণ করতে শুরু করে পুলিশ।
অন্য দিকে, রেস্তরাঁর ভিতরে আটকে ছিলেন যাঁরা তাঁদেরও উদ্ধার করা হয়েছে বলে খবর। দমকল সূত্রের খবর, ভিতরে তিন-চার জন আটকে ছিলেন। তাঁদের আগেই বের করে আনা হয় ভিতর থেকে। তার পর পুরোদমে শুরু হয় আগুন নেভানোর চেষ্টা।
পার্ক সেন্টারের গায়েগায়েই রয়েছে অনেকগুলি বহুতল। এর মধ্যে পার্ক সেন্টারের পিছন দিকের বহুতলটিতে অফিস ছাড়াও রয়েছে ফ্ল্যাট বাড়ি। আগুনের শিখা প্রায় ছুঁয়ে ফেলেছিল এই সমস্ত বাড়িগুলিকেও। কালো ধোঁয়ায় ভয় পেয়ে আবাসিকেরা কোনওমতে নেমে আসেন রাস্তায়। পুলিশও বিপজ্জনক জায়গায় থাকা ফ্ল্যাট বা অফিসগুলি ফাঁকা করে দেয়।