আবহাওয়ার পূর্বাভাস ছিল আগেই। সন্ধ্যে নামতেই বড় সতর্কতা দিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। ঝেঁপে আসছে কালবৈশাখী ঝড়। এলোপাথাড়ি তুমুল হাওয়া তছনছ করতে পারে একাধিক জেলার বিস্তীর্ণ এলাকা।
আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস বলছে আগামী দুই ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি জেলার বেশ কিছু অংশে। শুধু জলপাইগুড়ি নয়, উত্তরবঙ্গের ওপরের কয়েকটি জেলায় ঝড় ও শিলাবৃষ্টির সতর্কতা।
আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই জেলাগুলিতে। সঙ্গে রয়েছে বাজ পড়ার আশঙ্কা। তবে আরও ভয় বাড়াতে পারে ঝোড়ো হাওয়ার তাণ্ডব। হাওয়া অফিসের পূর্বাভাস ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
আজ দুপুরেই আবহাওয়ার বড় আপডেট দিয়ে বাংলার হাওয়ার মুড বদল জানিয়ে দেয় আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে তাপমাত্রার পারদ হবে ক্রমশ ঊর্ধ্বমুখী। বৈশাখের প্রথম সপ্তাহ থেকেই ঝোড়ো ব্যাটিং করবে দাবদাহ। তাহলে বৃষ্টি কবে? জানিয়ে দিল আলিপুর।
মার্চ শেষ হতে না হতেই দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলার তাপমাত্রা পৌঁছেছে ৪০ ডিগ্রিতে। বৃষ্টির পালা কাটতেই ফের একবার ভয়ঙ্কর তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। হিট ওয়েভ নিয়ে রাজ্যবাসীর জন্য সতর্কবার্তাও জারি করেছে হাওয়া অফিস।