১৬ মাসের কন্যা সন্তানকে বন্ধ ঘরে আটকে রেখে ছুটি কাটাতে গিয়েছিলেন মা। দশ দিন বন্ধ ঘরে একটুও খাবার ও জল না খেতে পেয়ে মৃত্যু হয়েছে ১৬ মাসের একটি কন্যা সন্তানের। এই ঘটনায় মৃত শিশুর মাকে খুনের দোষী সাব্যস্ত করেছিল আদালত। সোমবার সেই মামলায় ওই মহিলাকে যাবজ্জীবন কারাবাসের সাজা শুনিয়েছে বিচারক। ঘটনাটি ঘটেছে আমেরিকায়, অভিযুক্তের নাম ক্রিস্টেল ক্যান্ডেলারিও।
আমেরিকার সংবাদমাধ্যম ফক্স নিউজে এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে। অভিযুক্ত মায়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি ১৬ মাসের কন্যা সন্তানকে বাড়িতে একা রেখে ঘুরতে গিয়েছিলেন। বাচ্চাটিকে দেখা শোনার জন্য কোন ব্যবস্থা ছিল না, এমনকি বাড়িতে খাবার এবং পানীয় জল রাখা ছিল না। বন্ধ ঘরে খাবার ও জল ছাড়া থাকার কারণেই বাচ্চাটির মৃত্যু হয়েছে বলে রিপোর্টে জানা গিয়েছে।
১০ দিন পর বাড়ি ফিরে এসে শিশুটিকে অচৈতন্য অবস্থায় মেঝেতে পড়ে থাকতে পাওয়া যায়। পুলিশকে খবর দিলে শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, চিকিৎসা তাকে মৃত বলে ঘোষণা করে।