সব জল্পনার অবসান ঘটিয়ে অভিজিৎকেই প্রার্থী ঘোষণা বিজেপির। ১ জুন ডায়মন্ড হারবারে ভোটগ্রহণ

Abhijit Das(bobby): অভিষেক গড়ে বিজেপি প্রার্থী ববি

Bengal News Politics
Share this news

অবশেষে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerrjee) বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করল গেরুয়া শিবির। ওই কেন্দ্রের বিজেপি প্রার্থীর (BJP Candidate) নাম অভিজিৎ দাস (Abhijit Das) ওরফে ববি (Bobby)। প্রিয়ঙ্কা টিব্রেওয়াল, কৌশিক বাগচী ও অভিজিৎ দাসের নাম ঘোরাফেরা করছিল। সব জল্পনার অবসান ঘটিয়ে ডায়মন্ড হারবারে অভিজিৎকেই প্রার্থী ঘোষণা বিজেপির (BJP)। ১ জুন ডায়মন্ড হারবারে ভোটগ্রহণ।


এতদিনে ৪২ তম প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। ২০০৯ এবং ২০১৪ ডায়মন্ড হারবারে লোকসভা ভোটে বিজেপি প্রার্থী ছিলেন অভিজিৎ দাস। এই নিয়ে তৃতীয়বার পদ্ম শিবিরের হয়ে লড়বেন অভিজিৎ।

লোকসভা ভোটে বিজেপি দফায় দফায় প্রার্থী ঘোষণা করলেও ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা বাকি ছিল। চলছিল অনেক জল্পনা। অবশেষে অভিষেক গড়ে প্রার্থীর নাম ঘোষণা করল বিজেপি। উল্লেখ্য, ২০১৪ সালে ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে লড়েছিলেন ববি। কিন্তু অভিষেক জিতে সাংসদ হয়ে যান। এবারে ভোটের ময়দানে ফের লড়াই। ফলাফল কী হয় নজর সকলেরই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *