ওড়িশার জাজপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা। ব্রিজ থেকে পড়ে গেল যাত্রীবাহী বাস

Bus Accident: ওড়িশায় ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত বাংলার ৪

Bengal National News
Share this news

ওড়িশার (Odisha) জাজপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা (Bus accident)। ব্রিজ থেকে পড়ে গেল যাত্রীবাহী বাস। সোমবার রাতে ওই বাসটি পুরী থেকে হলদিয়া আসছিল, জাজপুরে বরাবতী ব্রিজের উপর থেকে নিচে পড়ে যায়। ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, রাস্তার মধ্যে আচমকায় স্টিয়ারিং কেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভার থেকে পড়ে যায় বাসটি।

দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে চারজনেই বাংলার(Bengal)। তাঁদের পরিচয় জানা গিয়েছে, তারা হলেন উত্তম মাইতি (পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের বাসিন্দা), অচিন্ত্য মাইতি (পূর্ব মেদিনীপুরের এগরা বাসিন্দা), বর্ণালী বেরা দাস (নন্দীগ্রামের পূর্ব মেদিনীপুরের বাসিন্দা) ও মনোজ ঘোষ (পূর্ব মেদিনীপুরের চন্ডিপুরের বাসিন্দা)। এখনো একজনের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় আহত ৩২ জনের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার রাতেই দুর্ঘটনার খবর পেয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম। ওড়িশার মুখ্যসচিবের সঙ্গে কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যসচি সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে বাংলার তরফে। মৃতদের পরিবার ও আহতদের আর্থিক সাহায্য করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *