সোমবার রাতের এই খবর রীতি মতন সারা ফেলেছে গোটা বিশ্বে। সেখানকার সীমান্তে এখন উত্তেজনা।

ধোঁয়াময় লেবাননের সীমান্তে! মুখোমুখি যুদ্ধ সফরে হিজবুল্লা-ইসরাইল

International News
Share this news

একদিকে পশ্চিম এশিয়ার ইরন-ইসরাইল যুদ্ধ পরিস্থিতি নিয়ে উত্তেজনা চলছে। এরই মধ্যে লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা আঘাত করল ইজরায়েল ভূখণ্ডে। সোমবার রাতের এই খবর রীতি মতন সারা ফেলেছে গোটা বিশ্বে। সেখানকার সীমান্তে এখন উত্তেজনা। এই হামলায় পাঁচ জন সেনা আহত হয়েছেন বলে সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। আহত সেনাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কা জনক বলেও জানা গিয়েছে।

অভিযোগ উঠেছে হিজবুল্লার দল ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে হামলা চালিয়েছে। ঘটনার প্রমান স্বরূপ হিজবুল্লার কয়েকটি শিবিরে ইজরাইলি যুদ্ধ বিমান বোমা বর্ষণ করেছে। হিজবুল্লার বাহিনীতে রয়েছে লক্ষাধিক যোদ্ধা, এরা আবার পশ্চিম এশিয়ার অন্যতম বৃহৎ শক্তিশালী দল। ইতিহাস ঘাটলে পাওয়া যায় ইসরাইলের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধ লড়াই চালিয়েছে তারা। কিছুদিন আগেই সম্প্রতি ৭ অক্টোবর গাজা থেকে হামাসের রকেট হামলার পরেই লেবানের শিয়া যোদ্ধা গোষ্ঠী তাদের শুভেচ্ছা জানায়।

হিজবুল্লার কথার অর্থ হলো আল্লাহর দল। ইরানের মদত পুষ্ট লেবাননের শিয়া মুসলমানদের এই গোষ্ঠী বিভিন্ন সময়ে চর্চিত থেকেছে। ১৯৮০ দশকে লেবাননের গৃহযুদ্ধের সময় হিজবুল্লা গোষ্ঠী তৈরি হয়েছিল। হাসান নাসরাল্লাহ ১৯৯২ সাল থেকে এই দলের নেতৃত্ব দিয়ে চলেছেন, তিনি একাধারে ধর্মগুরু এবং রাজনৈতিক নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *