প্রতিবেশী দেশ ওমানে বন্যায় ১৮ জনের মৃত্যু হয়েছে

Dubai Flood Situation: ভাসছে মরুভূমি, বিপর্যস্ত জনজীবন, ওমানে মৃত কমপক্ষে ১৮

International News
Share this news

প্রবল বৃষ্টিতে ভাসছে মরুশহর। রীতিমতো বন্যার(Dubai Flood Situation) কবলে মরুভুমি। সংযুক্ত আরব আমিরশাহি (UAE) এবং তার আশেপাশের দেশগুলিতে মুষলধারে বৃষ্টি(Heavy rainfall) হয়েছে। পরিস্থিতি এমন যে সংযুক্ত আরব আমিরাতের সর্বত্র জল দেখা যাচ্ছে। বন্যার কারণে অনেক শহর জনজীবন বিঘ্নিত হয়েছে। শুধু তাই নয়, প্রতিবেশী দেশ ওমানে বন্যায় কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় যে ছবি এবং ভিডিও সামনে এসেছে দুবাইয়ের, তাতে জলে খেলনার মতো ভাসতে দেখা গিয়েছে দামি গাড়িকে।

পশ্চিম এশিয়ার অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গন্য হয় দুবাই। কিন্তু প্রবল ঝড়-বৃষ্টির জেরে যে বন্যা পরিস্থিতি((Dubai Flood Situation) দেখা দিয়েছে, তাতে এই মুহূর্তে থমকে রয়েছে যাবতীয় কাজকর্ম।দুবাই মল এবং মল অফ দ্য এমিরেটস, জল ঢুকে গিয়েছে সেখানেও। জল ঢুকে গিয়েছে মেট্রো স্টেশনের ভিতরেও। কোথাও কোথাও হাঁটু পর্যন্ত জল জমে রয়েছে। নৌকায় চেপে পার হতেও দেখা গিয়েছে মানুষজনকে। রাস্তাঘাট, বাড়িঘর, বিমানবন্দর এমনকি শপিং মলগুলিও জলমগ্ন হয়ে পড়েছে। প্রবল ঝড়-বৃষ্টিতে দুবাই বিমানবন্দর থেকে পরিষেবাতেও বিঘ্ন ঘটেছে। বিঘ্নিত হয়েছে বিমানের উড়ান এবং অবতরণ

আবহাওয়ার খামখেয়ালিপনায় এবার বেনজির পরিস্থিতি দুবাইয়ে। মঙ্গলবার ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে সেখানে। রাস্তাঘাট, বাড়িঘর, বিমানবন্দর এমনকি শপিং মলগুলিও জলমগ্ন হয়ে পড়েছে। প্রবল ঝড়-বৃষ্টিতে দুবাই বিমানবন্দর থেকে পরিষেবাতেও বিঘ্ন ঘটেছে। বিমানের উড়ান এবং অবতরণ, বিঘ্নিত হয়েছে দুই-ই। পড়শি দেশ ওমানে এমনিতেই প্রবল ঝড়-বৃষ্টিতে কমপক্ষে ১৮ জনের মৃত্যুর খবর মিলেছে। সেই আবহে দুবাইও জলমগ্ন হয়ে রয়েছে। (Dubai Floods)

মরুশহরে আচমকা ভারী বৃষ্টি, বন্যা কেন, সে নিয়ে উঠছে প্রশ্ন। এর জন্য যদিও জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। জলবায়ু পরিবর্তনের জেরেই আবহাওয়ার আচরণ খামখেয়ালি বলে দাবি তাঁদের। মরুভূমিতে জলবায়ুর এইরূপ পরিবর্তনে বিপর্যন্ত সেখানকার বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *