শুক্রবার প্রথম দফার ভোটগ্রহণ শুরু। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার তিন জেলার মোট ভোটার সংখ্যা ৫৬ লক্ষ ২৬ হাজার ১০৮। যেখানে মোট পুরুষ রয়েছেন ২৮ লক্ষ৬২ হাজার ৪৯৪ জন। মহিলা রয়েছে ২৭ লক্ষ ৬৩ হাজার ৫০৬ এবং তৃতীয় লিঙ্গের মানুষ 108 জন। তিনটি জেলাতেই পোস্টাল ব্যালটের ভোট নেওয়া শেষ হয়েছে। কমিশনের লক্ষ সমস্ত নিরাপত্তার কথা মাথায় রেখে শান্তিপূর্ণ ভোট করা।
রাজ্যের এই তিন লোকসভা কেন্দ্রেই এবার ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা চলছে। কোচবিহারে বিদায়ী বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে লড়াইয়ের ময়দানে এই লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত সিতাই বিধানসভার বিধায়ক তথা তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। নিজেদের পুরনো ঘাঁটিতে লড়াইয়ে রয়েছে ফরওয়ার্ড ব্লকও। তাদের প্রার্থী করেছে নীতীশচন্দ্র রায়।