ভোট আসে ভোট যায়, চিত্র পালটায় না বাংলায়। লোকসভায় ভোটের(Lok sabha Election 2024) প্রথম দফায় ভোট-হিংসায় রক্তাক্ত উত্তরবঙ্গ।কোচবিহারে বেশ কিছু জায়গায় রণক্ষেত্র পরিস্থিতি হয়।জলপাইগুড়ি, আলিপুরদুয়ারেও ঘটে নানারকম অপ্রীতিকর ঘটনা। প্রথম দফার লোকসভা নির্বাচনে বেলা বারোটা পর্যন্ত ৩৮৩ টি অভিযোগ জমা পড়েছে কমিশনের দফতরে (Election Commission)।পরে মোট অভিযোগের সংখ্যা দাঁড়ায় ৪৬৮। কোচবিহার -২১৮, আলিপুরদুয়ার – ১৫০, জলপাইগুড়ি -১০০
সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে। বিভিন্ন পোর্টালের মাধ্যমে রাজনৈতিক দল প্রার্থী, এমনকি সাধারণ মানুষের থেকে অভিযোগ জমা পড়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে।
উল্লেখ্য, বেলা বাড়তেই বেশ কিছু বুথের বাইরে চরম অশান্তি দেখে নির্বাচন কমিশনার নীতেশ ব্যস রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাকে ফোন করে উদ্বিগ্নতার কথা প্রকাশ করেছেন। বুথের বাইরে কেন এরকম অশান্তি হচ্ছে। অবিলম্বে পদক্ষেপ করতে নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে।
শুক্রবার সকালের দিকে, মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর থেকে বলা হয়েছিল, রাজভবনে পিসরুম থেকে সিইও দফতরে সকাল থেকে কোনও অভিযোগ আসেনি বা জমা পড়েনি। অথচ রাজভবনের পিসরূমে ঘনঘন বেজেছে ফোন , অভিযোগ আসছিল বিভিন্ন জায়গায় থেকে ।কমিশন ও রাজভবনের মধ্যে তথ্যের ঘাটতি ছিল হয়তো কোথাও। যদিও পরে অভিযোগের সংখ্যা বাড়ছে বলেই খবর মেলে কমিশন সূত্রে।