দুর্ঘটনায় প্রিয়জনকে হারালেন বলি অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi)। পশ্চিমবঙ্গে আসার পথে দুর্ঘটনার কবলে পড়েন পঙ্কজ ত্রিপাঠীর বোন ও ভগিনীপতি। বলিউডের প্রথম সারির অভিনেতা গোপালগঞ্জের পঙ্কজ। বর্তমানে জনপ্রিয়তায় তিনি অন্য অনেককে টেক্কা দিচ্ছেন। কিন্তু আচমকা শোকের ছায়া অভিনেতার পরিবারে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর ভগিনীপতি রাকেশ তিওয়ারির।
শনিবার বিকেলে বিহারের গোপালগঞ্জ থেকে পশ্চিমবঙ্গের দিকে আসছিলেন পঙ্কজের বোন এবং তাঁর স্বামী। নিজেই গাড়ি চালাচ্ছিলেন রাকেশ। ঝাড়খণ্ডের নিরসা বাজার এলাকায় দিল্লি-কলকাতা জাতীয় সড়কের উপর আচমকা গাড়িটি রাস্তার মাঝের ডিভাইডারে ধাক্কা মারে তাঁদের গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয় পঙ্কজের ভগ্নিপতি রাকেশ তিওয়ারির।ওই দুর্ঘটনায় তাঁর বোন সবিতাও গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে । বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। বিকেল সাড়ে ৪টে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে। প্রিয়জনকে হারিয়ে শোকের ছায়া পঙ্কজ ত্রিপাঠীর পরিবারে।