এখনই গরম কমবার কোন প্রকার সম্ভাবনা নেই, উল্টে আগামী সপ্তাহ আরো গরম উপভোগ করবে রাজ্য এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রার পারদ চড়বে বলেই মনে করছে আবহাওয়া অফিস। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও তেমন কিছু রেহাই মিলবে না, বরং আবহাওয়া শুষ্ক থাকবে এবং গরমও আরো বৃদ্ধি পাবে। দার্জিলিং, কালিম্পং-এ একটু আশার আলো রয়েছে। হয়তো বৃষ্টি হতেও পারে এমনই সম্ভবনার কথা বলা হয়েছে। দক্ষিণবঙ্গে সেই অর্থে কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা শোনায়নি হাওয়া অফিস।
কাঠফাটা রোদ আর তীব্র গরমে ভোগান্তির শিকার গোটা রাজ্যবাসী। দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গ কোন জায়গাতেই স্বস্তির রেহাই নেই। এর মধ্যে বৈশাখের মাঝামাঝি তারপরও কালবৈশাখীর কোন আগামবার্তা দিতে পারছে না হওয়া অফিস এই নিয়ে চরম ভোগান্তিতে রাজ্যবাসী।পূর্বাভাস অনুযায়ী, আগামী বুধবার পর্যন্ত লাল সতর্কতা জারি করা হয়েছে দুই মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এবং বীরভূম জেলাগুলিতে। এই অঞ্চলগুলিতে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে এবং জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে। তাছাড়া, কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতেও তাপমাত্রার বৃদ্ধির কমলা সতর্কতা জারি করা হয়েছে।