Babil Khan: ইরফান পুত্র লিখলেন ‘হার মানব না কখনও…’ চিন্তিত নেটিজেনরা

Entertainment News
Share this news

ইরফান পুত্র বাবিল খান ভারতীয় চলচিত্র জগতে অসংখ্য ভক্তের মনে জায়গা করে নিয়েছেন তিনি। এছাড়াও তিনি সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয়, তাঁর সমস্ত রকমের পোস্ট দেখে মুগ্ধ হয়েছেন সকলেই। তবে তাঁর করা একটি রহস্যজনক পোস্ট দেখে ভক্তদের মনে চিন্তার মেঘ ঘনিয়েছিল কদিন আগে, সেটা এবার কাটল। আর কিছুদিন পরই ইরফান খানের মৃত্যুবার্ষিকী। তার আগেই আবার কী লিখেলেন বাবিল তাঁর বাবার জন্য?

কিছুদিন আগে বাবিল খান যে পোস্টটি করেছিলেন সেখানে তিনি লিখেছিলেন ‘হার মানছি। বাবার কাছে চলে যাব।’ যদিও পরে তিনি সেই পোস্ট ডিলিট করে ফেলেন। এবার আবার তিনি একটি নতুন পোস্টে লিখলেন যে তিনি কখনও হার মানবেন না। পরিবারের জন্য লড়াই করবেন।

বাবিল খান ইরফান খানের একাধিক ছবি পোস্ট করে লিখেছেন, ‘তুমি আমায় একজন যোদ্ধা হতে শিখিয়েছিলে একই সঙ্গে ভালোবাসা আর নরম মনের মানুষ হতে শিখিয়েছিলে।’ একই সঙ্গে এই পোস্টে বাবিল লেখেন, ‘তুমি আমায় আশা করতে, লড়াই করতে শিখিয়েছ মানুষের জন্য। তোমার ভক্ত নেই। তোমার পরিবার আছে। আর আমি তোমায় প্রমিজ করছি বাবা আমি তোমার লোকেদের জন্য লড়াই করব। আমার পরিবারের জন্য লড়াই করব। তুমি বিশ্বাস কর। আমি হার মানব না। আমি তোমায় খুব ভালোবাসি।’

বলিউডের অন্যতম খ্যাতনামা অভিনেতা হিসেবে ইরফান খানের নাম স্বর্ণাক্ষরের লেখা রয়েছে। ‘সালাম বম্বে’র মাধ্যমে ডেবিউ করেছিলেন তিনি। এরপর ‘লাইফ ইন এ মেট্রো’, ‘লাঞ্চ বক্স’, ‘পিকু’, ‘হিন্দি মিডিয়াম’, ইত্যাদি বেশকিছু ছবিতে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন দর্শকের। ২৯শে এপ্রিল মাত্র ৫৩ বছর বয়সে মারা যান ইরফান। বহুদিন ধরেই তিনি ক্যানসারে ভুগছিলেন। অন্যদিকে বাবিল অভিনীত ‘কলা’ ছবি তাঁর ডেবিউ ছবি। এছাড়া তাঁকে ‘দ্য রেলওয়ে ম্যান’ ওয়েব সিরিজেও দেখা গিয়েছিল। এই সিরিজে তাঁর অভিনয় বহুল প্রশংসিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *