পোস্ট হওয়া এই ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে অরিজিৎ সিং একদিকে যখন ভরা মঞ্চে মন দিয়ে গান গাইছেন তখন একই সঙ্গে নেল কাটার দিয়ে হাতের নখ কেটে চলেছেন।
বলিউডে একেবারে প্রথম সারির গায়কের কথা মনে করলেই সবার প্রথমে যেই নাম টা আসে সেটা হল অরিজিৎ সিং। তিনি সম্প্রতি দুবাইয়ে গিয়ে চর্চার কেন্দ্র বিন্দুতে চলে এসেছেন। তিনি এবার ঘটিয়েছেন এক অদ্ভুত কান্ড! সোশ্যাল মিডিয়াতে চলমান একটি ভিডিওতে দেখা গিয়েছে তিনি ভরা মঞ্চে হাতের নখ কাটছেন।
অরিজিৎ সিংয়ের একটি ফ্যান পেজের তরফে একটি ভিডিও পোস্ট করা হযয়েছে। আর সেই ভিডিওতে এমন কাণ্ড দেখে নেটপাড়ার কেউ কেউ হেসে কূলকিনারা পাচ্ছেন না। কেউ আবার রীতিমত মুগ্ধ হয়েছেন তাঁর সরলতায়। ফলে মিশ্র প্রতিক্রিয়া পাওয়ার পাশাপাশি নিমেষে ভাইরাল হয়েছে এই ভিডিওটি। কিন্তু কী করেছেন অরিজিৎ? ভরা মঞ্চে নখ কেটেছেন তিনি!
পোস্ট হওয়া এই ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে অরিজিৎ সিং একদিকে যখন ভরা মঞ্চে মন দিয়ে গান গাইছেন তখন একই সঙ্গে নেল কাটার দিয়ে হাতের নখ কেটে চলেছেন।
সেই পোস্টেই পড়েছে নানা ধরণের প্রতিক্রিয়া। কেউ লিখেছেন, ‘আপনার কাটা নখগুলো ভক্তদের দিয়ে দিতে পারতেন। ওঁরা ওগুলোও যত্ন করে রেখে দিতেন।’ কেউ আবার বলেন, ‘হায় রে! বড় বড় নখ আগে খেয়াল করেননি।’ অন্য এক ব্যক্তি লেখেন, ‘হাইজিন মেন্টেন করাও তো জরুরি নাকি!’