ঘরের মাঠে ঘুরে দাঁড়াল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)।সেই সঙ্গে প্যাট কামিন্সদের এবার চুপ করিয়ে দিল ধোনির দল। রবিবার সানরাইজার্স হায়দ্রাবাদ (Sunrisers Hydrabad)কে ৭৮ রানে হারিয়ে দিল চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের জয়ের দু-জনের সবচেয়ে বেশি অবদান ছিল। ঋতুরাজ গায়কোওয়াড় এবং তুষার দেশপান্ডে। গায়কোওয়াড় ৯৮ রানের ইনিংস খেলেন, আর দেশপান্ডে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট নেন।
ঋতুরাজ গায়কোয়াড়(বাঁ দিকে) ও তুষার দেশপান্ডে (ডানদিকে)
ছবিঃ সৌজন্যে চেন্নাই সুপার কিংস ফেসবুক
গায়কোয়াড় ছাড়াও মিচেল, দুবেদের সংযোজনে চেন্নাই এদিন আগে ব্যাট করে ২০ ওভারে ২১২ রান করে। জয়ের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে হায়দ্রাবাদ দল ১৯ তম ওভারে ১৩৪ রানেই অল ডাউন হয়ে যায়।
এদিন হায়দ্রাবাদ শুরুতেই দুর্বল হয়ে গিয়েছিল। দলের ৪০ রানের মধ্যেই তারা তিন টপ অর্ডার ব্যাটসম্যানের উইকেট হারিয়ে ফেলে। এই ম্যাচে হেনরিখ ক্লাসেনও কোনও ম্যাজিক দেখাতে পারেননি। অন্যদিকে দুর্দান্ত বোলিংয়ে ৭৮ রানে ম্যাচ জেতে চেন্নাই। হায়দরাবাদের জয়ের আশা বাড়তে থাকে এইডেন মার্করামের ২৬ বলে ৩২ রানের ইনিংস। কিন্তু ১১তম ওভারে মার্করাম আউট হয়ে যান।
১৫ ওভারের পর দ্রুত বাকি ৫টি ইউকেট পড়ে যায়।পরিস্থিতি এমন হয়েছিল যে শেষ ২ ওভারে হায়দ্রাবাদের প্রয়োজন ছিল ৮৫ রান যা অর্জন করা অসম্ভব ছিল। তার উপর মুস্তাফিজুর রহমান ১৯তম ওভারে শেষ ২ উইকেট নিয়ে হায়দরাবাদকে ১৩৪ রানে অলআউট করে। তুষার দেশপান্ডে ৩ ওভারে ২৭ রান দিয়ে মোট ৪ উইকেট নেন। অন্যদিকে, পাঠিরানা মাঝ ওভারে ২ উইকেট, রবীন্দ্র জাদেজা ১ ও শার্দুল ঠাকুর ১ উইকেট নিয়ে নেন এদিন। আর ১৯ তম ওভারে মুস্তাফিজুর রহমান ২ উইকেট নিয়ে সিএসকে-এর জয় নিশ্চিত ফেলেন। ঘরের মাঠে জয়লাভ করে একটু স্বস্তি ফিরে এল গায়কোয়াড়রা।