চলতি আইপিএল-এ কলকাতার ইডেন গার্ডেন্সে সোমবার দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)।

IPl 2024/ KKR vs DC: কলকাতার কাছে হার মানল দিল্লি, ৭ উইকেটে অনায়াসে জয় নাইটদের

Bengal News Sports
Share this news

চলতি আইপিএল-এ কলকাতার ইডেন গার্ডেন্সে সোমবার দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। প্লে অফের জায়গা মজবুত করার জন্য দুটি দলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ এটি। টসে জিতে ঋষভ পান্থ প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত কিছুক্ষণের মধ্যেই ভুল বলে প্রমানিত হয়।

কেকেআরের বৈভব আরোরা, বরুন চক্রবর্তী হর্ষিত রানাদের বোলিং এদিন দিল্লিকে মুখ তুলে দাঁড়াতেই দেয়নি।ফলে মাত্র ১৫৩ রানেই থেমে যেতে যায় দিল্লিকে।

(ছবি- সৌজন্যে কেকেআর ফেসবুক)

ইডেনের মত পিচে ১৫৪ রানের লক্ষ্যমাত্রা খুব সহজেই পূরণ হবে বলে আশা করা হচ্ছিল। কলকাতার হয়ে অসাধারণ শুরু করেন দুই ওপেনার ফিল সল্ট (Phil Salt) এবং সুনীল নারিন (Sunil Narine)।প্রথম ওভারেই ২৩ রান দেন সল্ট। পাওয়ারপ্লে শেষে বিনা উইকেট হারিয়ে ৭৯ রান করে কেকেআর।৩৩ বলে ৬৮ রান করেন সল্ট।

ফিল সল্ট (বাঁ দিকে) ও বরুন চক্রবর্তী (ডান দিকে) (ছবি- সৌজন্যে কেকেআর ফেসবুক)

এরপর রিঙ্কু সিং ক্রিজে এসে অল্প রানে আউট‌ হয়ে‌ যান। তারপর হাল ধরেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার এবং ভেঙ্কটেশ।দু-জনের জুটি ১৭ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে দেয় কলকাতাকে।১৫৭ রান তুলে ফেলে কেকেআর। শ্রেয়াস ২৩ বলে ৩৩ এবং ভেঙ্কি ২৩ বলে ২৬ রানে অপরাজিত থাকেন।

এদিন নাইটদের ব্যাটিং ও বোলিং স্ট্র্যাটেজিতে কার্যত কলকাতার কাছে হার মানতে হয় দিল্লিকে। পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থান অক্ষত রাখল শাহরুখের দল। ষষ্ঠ স্থানে রইল দিল্লি ক্যাপিটালস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *