টি-২০ বিশ্বকাপে  ১৫ জনের ভারতীয় দল ঘোষণা করে দিল বিসিসিাই

India’s squad for T20 World Cup 2024:  টি-২০ বিশ্বকাপে ১৫ জনের ভারতীয় দলে রোহিত-কোহলি-বুমরাদের সঙ্গে ঋষভ পন্থ, সঞ্জু স্যামসন

National News Sports
Share this news

টি-২০ বিশ্বকাপে(T20 World Cup)  ১৫ জনের ভারতীয় দল ঘোষণা করে দিল বিসিসিাই(BCCI). ২ জুন থেকে শুরু হচ্ছে ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ। আমেরিকা  এবং ওয়েস্ট ইন্ডিজে হবে এবারের প্রতিযোগিতা। ১৫ জনের দলের রয়েছেন রোহিত, কোহলি, বুমরাদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। নানা জল্পনার পর কোহলিকে দলে রাখতেই হল ভারতীয় নির্বাচকদের। ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা যাঁকে চেয়েছিলেন, তাঁকে কি আর বাদ দেওয়া যায়! আর সবথেকে বড় কথা এবারের আইপিএল-এ ফর্মে রয়েছেন কিং কোহলি।

এছাড়া রয়েছেন যশস্বী জয়সওয়াল,  সূর্যকুমার যাদব, সঞ্জু স্যামসানের মত ফর্মে থাকা ব্যাটাররা। 

অন্যদিকে ১৬ মাস পর ভারতীয় দলে প্রত্যাবর্তন করছেন ঋষভ পন্থ। এবারের আইপিএল দারুণ ফর্মে রয়েছেন পন্থ, আর বিশ্বকাপের দল থেকে বাদ পড়তে পড়তে অবশেষে রয়ে গেলেন হার্দিক পান্ডিয়া। 

আর বোলারদের মধ্যে বুমরা, যুবেন্দ্র চাহল, কুলদ্বীপ যাদব, মহম্মদ সিরাজরা রয়েছেন।এছাড়া শিবম দুবে্, রবীন্দ্র জাডেজা, অক্সর প্যাটেল সহ আরও কয়েকজন রয়েছেন

রিজার্ভে রাখা হয়েছে শুভমন গিল, রিঙ্কু সিংদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *