তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারিত হল কুণাল ঘোষকে।

Kunal Ghosh: পদ থেকে অপসারিত কুণাল, তাপসের প্রশংসাই কি কাল হল?

Bengal News Politics
Share this news

বুধবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারিত হলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। এদিন তৃণমূলের তরফে জারি এক বিবৃতিতে বলা হয়, ‘সম্প্রতি কুণাল ঘোষ এমন কিছু মন্তব্য করেছেন, যা দলের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এটা পরিষ্কার করে দেওয়া দরকার যে, উনি নিজের মতামত ব্যক্ত করেছেন, তার সঙ্গে দলের কোনও সংযোগ নেই। তৃণমূলের সদর দফতর থেকে যে বিবৃতি দেওয়া হবে, সেটাই দলের আনুষ্ঠানিক অবস্থান’

প্রসঙ্গত, এদিনই উত্তর কলকাতায় এক মঞ্চে দেখা যায় কুণাল এবং তৃণমূল-ত্যাগী তাপস রায়কে। সেখানে তাপসের ভূয়সী প্রশংসাও করেন কুণাল। ছাপ্পাভোট নয়, মানুষকে সিদ্ধান্ত নিতে দিতে হবে বলে মন্তব্য করেন। দলত্যাগী তাপসের ভূয়সী প্রশংসা করছেন, অন্যদিকে এদিন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রচারে অংশ নেননি কুণাল। এরপরই দুপুরে কুণালকে রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরানো হয়। তবে তৃণমূলের মুখপাত্র থাকছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *