প্রথম স্থানে কোচবিহারের চন্দ্রচূড় সেন,প্রাপ্ত নম্বর ৬৯৩

WB Madhyamik Result: মাধ্যমিকে এবারেও টেক্কা জেলার, কোচবিহার থেকে প্রথম, মেধাতালিকায় কলকাতার ১ জন

Bengal News
Share this news

ভোটর মাঝেই বৃহস্পতিবার,২ মে পরীক্ষার ৮০ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ(Madhyamik Result) করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ।এবছর মাধ্যমিকে পাসের হার ৮৬.৩১ শতাংশ, গত বছরের তুলনায় বেড়েছে।ছাত্রীদের পাসের হার ৮৩.৯০ শতাংশ। মেধা তালিকায় জায়গা করে নিয়েছেন ৫৭ জন, পাসের হারে শীর্ষে কালিম্পং, দ্বিতীয় স্থানে পূর্ব মেদিনীপুর ও তৃতীয় স্থানে কলকাতা। চতুর্থ স্থানে পশ্চিম মেদিনীপুর।
মাধ্যমিকে প্রথম স্থানে অধিকার করেছেন কোচবিহারের মারভোলা হাইস্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন, প্রাপ্ত নম্বর ৬৯৩
দ্বিতীয় স্থানে পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয় গুরু , প্রাপ্ত নম্বর ৬৯২
তৃতীয় স্থানে তিন জন
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাইস্কুলের উদয়ন প্রসাদ
বীরভূমের ইলামবাজার নিউ ইন্টগ্রেটেড গভর্নমেন্ট হাইস্কুলের পুষ্পিতা বাঁশুরি,
দঃ ২৪ পরগণার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন স্কুলের নৌঋত রঞ্জন পাল
সকলের প্রাপ্ত নম্বর ৬৯১

চতুর্থ স্থানে হুগলির কামারপুকুর রামকৃষ্ণ মিশনের হাইস্কুলের তপোজ্যোতি মণ্ডল, প্রাপ্ত নম্বর ৬৯০।পঞ্চম স্থানে পূর্ব বর্ধমানের পারুলডাঙা নসরতপুর হাইস্কুলের অর্ঘ্যদীপ বসাক, প্রাপ্ত নম্বর ৬৮৯।

এবছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষেরও বেশি। । ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন ১ লক্ষ ১৮ হাজার ৪১১ জন পরীক্ষার্থী। উল্লেথ্য দক্ষিণ ২৪ পরগণা থেক ৮ জন মেধা তালিকায় স্থান পেয়েছে, দক্ষিণ দিনাজপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুরে ৭ জনে জায়গা করে নিয়েছেন প্রথম দশে। তবে কলকাতার মাত্র একজন রয়েছেন প্রথম দশে। রেজাল্টের দিনই পরীক্ষার্থীরা হাতে পাবেন মার্কশিট।

২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ ফেব্রুয়ারি থেকে এবং শেষ হবে ২৪ ফেব্রুয়ারি। তবে মধ্যশিক্ষা পর্ষদের তরফে কিছু জানানো হয়নি। কিছু দিন আগে এই ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *