ভোটের সময় বাংলার হিংসা রুখতে আরও তৎপর জাতীয় নির্বাচন কমিশন। আগামী ১৩ মে চতুর্থ দফা ভোটগ্রহণ। বাংলায় কয়েকটি হাইভোল্টেজ কেন্দ্রও রয়েছে এই দফায়। তাই অবস্থা বুঝে ব্যবস্থা নিতে চলেছে কমিশন। চতুর্থ দফা নির্বাচনে আরও ১৯০ কোম্পানি অর্থাৎ ৫৯৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হতে চলেছে। চতুর্থ দফায় মোট আটটি কেন্দ্রে হবে ভোট। বহরমপুর, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, কৃষ্ণনগর ও রানাঘাটে ভোটগ্রহণ হবে এই দফায়।
কেন্দ্রীয় বাহিনী ছাড়া ও থাকবে কিউ আরটি ফোর্স। কোনও ভাবেই কোনও অশান্তি বরদাস্ত করা হবে না। প্রয়োজনে সব রকম কড়া পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ নির্বাচন কমিশনের। একইসঙ্গে তৃতীয় দফার নির্বাচনে আর অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী আসবে না বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। ৪০৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়েই করানো হবে তৃতীয় দফার নির্বাচন। কোনও অশান্তি বরদাস্ত করা হবে না। কঠোর পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে।