বাংলায় ভোটের প্রচারে আগেও বহুবার বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বরা এসেছেন এবং এবারেও আসছেন। কিন্তু কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বকে ভোটের প্রচারে বাংলায় দেখা যায়নি আগে।
এবার প্রথমবার ভোট প্রচারে আসছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। রবিবার তৃতীয় দফার প্রচারের শেষদিন, আর সেই দিনেই মালদহে জনসভা করবেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি। দক্ষিণ মালদহের প্রার্থী ঈশা খান চৌধুরীর সমর্থনে জনসভা করার কথা রয়েছে।
৭মে, মঙ্গলবার তৃতীয় দফার ভোটগ্রহণ।সেই দফায় ভোট মালদহ দক্ষিণে। এই কেন্দ্রকে কংগ্রেস (Congress) ‘পজিটিভ’ আসন হিসাবে নজরে রাখছে।২০১৯ -এর লোকসভা ভোটে কংগ্রেসের জেতা আসন মালদা দক্ষিণে যাতে এবারেও কংগ্রেসের জায়গা অক্ষত থাকে সেই চেষ্টাই করছে জেলা কংগ্রেস।তাই শেষ পর্যন্ত জেলা কংগ্রেসের তদ্বিরের পর মল্লিকার্জুন খাড়গে রাজি হয়েছেন এরাজ্যে আসতে। রবিবার দক্ষিণ মালদহে ঈশা খান চৌধুরীর সমর্থনে সভা করবেন খাড়গে।
উল্লেখ্য, এআইসিসি (AICC) এতদিন পর্যন্ত এ রাজ্যেে এসে তৃণমূলকে সরাসরি আক্রমণ করেননি কখনও। অন্যদিকে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বকে তৃণমূলও সরাসরি নিশানা করেনি কখনও, তবে অধীর চৌধুরীদের মতো প্রদেশ নেতাদের আক্রমণ করেছে তৃণমূল। এবার লোকসভা ভোটের প্রচারে এসে মল্লিকার্জুন খাড়গে রাজ্যের শাসকদলকে কি আক্রমণ করবেন নাকি নিশানায় থাকবে সেই বিজেপি? প্রশ্ন রাজনৈতিক মহলের।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)