লোকসভা ভোট চলাকালীন সিপিআই(এম)(CPIM)-এর নতুন চমক। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সিপিআই(এম)-এর বর্ষীয়ান নেতা বুদ্ধদেব ভট্টাচার্যকে(Buddhadeb Bhattacharya) ভোটের প্রচারে সরাসরি হাজির করল লাল শিবির।
বহুদিন ধরে অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য। জনমানসের সমক্ষে তাঁকে আর আসতে দেখা যায় না। দীর্ঘদিন তিনি সক্রিয় রাজনীতিতে থেকে দূরে সরে গিয়েছে্ন তাঁর অসুস্থতার কারণে। বুদ্ধদেব বাবুর বয়স প্রায় ৮০ ছুঁইছুঁই। শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে তিনি চিকিসকদের পর্যবেক্ষণে আছেন। চোখের দিশাো নাকি কমে গিয়েছে তাঁর।
তবে তিনি রাজনীতি থেকে দূরে সরে গেলেও তাঁর জনপ্রিয়তা এখনও অটুট রয়েছে একজন স্বচ্ছ রাজনীতিবিদ হিসাবে। তাই, এরকম একজন নেতাকে ভোটের প্রচারে হাজির করার নতুন পন্থা নিল দলের কমরেডরা।বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তাঁকে প্রকাশ্যে আনা হল।
বাম নেতা তথা রাজ্যে প্রাক্তন সিপিএম সম্পাদক সূর্যকান্ত মিশ্রর ফেসবুকে বুদ্ধদেববাবুর আবয়ব সম্বলিত সেই ভিডিও পোস্ট করা হয়েছে। সেই স্বভাবসিদ্ধ ধুতি-পাঞ্জাবিতে বুদ্ধদেব বাবুর অবয়ব কথা বলছে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশ ও রাজ্যকে বাঁচানোর আবেদন জানানো হয়েছে ভিডিওতে
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)