ফের জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) সন্ত্রাসবাদীদের হামলা। মৃত্যু হয়েছে বায়ুসেনার (Indian Air Force) এক সৈনিকের, আহত আরো চারজন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ (Poonch) জেলার সুরানকোট এলাকায় ঘটনাটি ঘটেছে। চার সন্ত্রাসবাদীদের একটি দল এই হামলা চালিয়েছে বলে জানা গিয়েছে।
সুরানকোট এলাকার শাহসিতারে বায়ুসেনার সৈনিকরা সন্ধে 6.15 মিনিটে তাঁদের ঘাঁটিতে ফিরে আসার কনভয়ের উপর হামলাটি করা হয়। সন্ত্রাসীদের সঙ্গে বায়ুসেনার পাল্টা গুলির লড়াই চলে। বায়ু সেনা অফিসিয়ালস সূত্র থেকে জানা গিয়েছে, যে সন্ত্রাসীদের গুলিতে পাঁচজন সৈন্য আহত হয়েছিল এবং পরবর্তীতে তাঁদের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছি, যেখানে গুরুতর আহত দুই সেনার মধ্যে একজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সামরিক ইউনিটের দ্বারা ওই এলাকায় কর্ডন এবং তল্লাশি অভিযান চলছে। কনভয়টি সুরক্ষিত করা হয়েছে, এবং আরও তদন্ত শুরু করা হয়েছে।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)