মঙ্গলবার তৃতীয় দফা ভোটে বাংলার চারটে কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে।সামগ্রিক ভোটদানের হার ৭৭.৫৩ শতাংশ। বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বড় কোনও ঘটনা ঘটেনি বলে দাবি মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের। ১,৮৬,২৪৫ জন ভোটার মালদা উত্তরে ছিলেন।সেখানে ভোট পড়েছে ৭৬.০৩ শতাংশ। মালদা দক্ষিণে ১৭,৮২,১৫৯ ভোটার ছিলেন।সেখানে ভোট পড়েছে ৭৬.৬৯ শতাংশ। জঙ্গিপুরে ভোটার ছিলেন ১,৮৫,৩৬০ জন, ভোট পড়েছে ৭৫.৭২ শতাংশ এবং মুর্শিদাবাদে ১৮,১৮,০৯৭ ভোটার ছিলেন । সেখানে ভোটের হার ৮১.৫২ শতাংশ। মোট ৭৩,৩৭,৬৫১ ভোটার ছিলেন চারটি কেন্দ্রে। উল্লেখ্য, এদিন ভগবানগোলা বিধানসভা উপনির্বাচন ছিল। সেখানে ভোট পড়েছে ৭৩.৬৮ শতাংশ।সব মিলিয়ে মোট ৪৩৩টি অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে। সবথেকে বেশি অভিযোগ জমা পড়েছে সিপিএম-এর তরফে।
রানিনগরের ভুয়ো এজেন্ট নিয়ে অভিযোগ জমা পড়েছে, ধরমপুরে বোমা রাখার ঘটনার অভিযোগ এসেছে কমিশনের কাছে। এছাড়া মালদহের রাতুয়া বোমা বিস্ফোরণ নিয়ে তদন্ত চলছে। এছাড়া সেরকম বড় কোনও ঘটনা ঘটেনি এদিনের ভোটে, এমনটাই জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব।
ভোটের নিরাপত্তায় মোট ৩৩৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল । ৩৩১ QRT ছিল। ২.৪৭ কোটি টাকা নগদ সহ প্রায় ৩ কোটি টাকার সামগ্রী উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে কমিশন সূত্রে।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)