রাজ্যপালের বিরুদ্ধে এহেন অভিযোগের বিতর্ককে সামাল দিতে ঘটনার দিনের ফুটেজ দেখানো হল রাজভবনের তরফে

Kolkata Raj Bhavan CCTV: ওই দিনের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনল রাজভবন, কী দেখা গেল সিসি ক্যামেরায়?

Bengal News Politics
Share this news

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির ঘটনায় তোলপাড় রাজ্য-রাজনীতি। যত সময় যাচ্ছে, পরিস্থিতি অন্যদিকে গড়াচ্ছে। তাই রাজ্যপালের বিরুদ্ধে এহেন অভিযোগের বিতর্ককে সামাল দিতে ঘটনার দিনের ফুটেজ দেখানো হল রাজভবনের তরফে ((Raj Bhavan CCTV Footage)।)

রাজভবনের মেন গেট ও নর্থ গেটের ক্যামেরার ছবি প্রকাশ্যে আনল রাজভবন। ফুটেজে দেখা যাচ্ছে ৫.৩২ মিনিটে অভিযোগকারিণী যাচ্ছেন পুলিশের একটি রুমে। পরে ৫.৪০ মিনিট নাগাদ পাশের একটি রুমে যাচ্ছেন অভিযোগকারিণী। (Kolkata Raj Bhavan CCTV) রাজভবনের ভিতরের কোনও ফুটেজ দেখানো হয়নি। বৃহস্পতিবার এই দু’টি ফুটেজ প্রকাশ্যে আনল রাজভবন।

অভিযোগকারিণী দু’সপ্তাহে দু’বার শ্লীলতাহানির অভিযোগ তোলেন, যার প্রেক্ষিতে রাজভবনের ফুটেজ দেখতে চায় লালবাজার। এদিন যে CCTV ফুটেজ প্রকাশ করা হয়েছ, তাতে শুধুমাত্র অভিযোগকারিণীর গতিবিধিই চোখে পড়েছে। দু’টি সিসি ক্যামেরার ফুটেজই সামনে আনা হয়েছে। একটি ফুটেজে দেখা গিয়েছে, হন্তদন্ত হয়ে ওই তরুণী প্রথমে রাজভবনের OC-র ঘরে যাচ্ছেন, সেখান থেকে বেরিয়ে পের আবার অ্যাডিশনাল OC-র ঘরে ঢুকছেন। তবে যে কনফারেন্স রুমে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন ওই তরুণী, সেখানকার ফুটেজ দেখা যায়নি এদিন।  সেখানে আদৌ কোনও CCTV রয়েছে কি না, তাও জানা যায়নি এখনও পর্যন্ত। হেয়ার স্ট্রিট থানার পুলিশের রাজভবনে ঢোকার দৃশ্যও চোখে পড়েনি CCTV ফুটেজে।

গত বৃহস্পতিবার কলকাতা পুলিশের কাছে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলেন রাজভবনের অস্থায়ী কর্মী ওই মহিলা।

 (বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *