রয়্যাল চ্যালেঞ্জার্সের (Royal Challengers Bangalore) বিরুদ্ধে আগামী ম্যাচে খেলতে পারবেন না দিল্লি ক্যাপিটালসের(Delhi Capitals) অধিনায়ক ঋষভ পন্থ( Rishabh Pant)। কিন্তু কী করেছেন চলতি আইপিএল-এ ফর্মে থাকা দিল্লির অধিনায়ক ঋষভ পন্থ?
আসলে এবারের আইপিএল-এ তাঁর দল তিনটি ম্যাচ সময়ের মধ্যে শেষ করতে পারেননি। সেই কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁকে সাসপেন্ড করেছে। সেই সঙ্গে ৩০ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে পন্থকে।তিনবার একই ভুল করার জন্য মাসুল দিতে হবে ঋষঙ পন্থকে।
প্রথমবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মন্থর ওভার রেটের জন্য ১২ লক্ষ জরিমানা হয়েছিল। দ্বিতীয়বার কেকেআর-এর বিরুদ্ধে এবং তৃতীয়বার রাজস্থানের বিরুদ্ধে সেই একই ভুল করেছে দিল্লির অধিনায়ক। সেই কারণে তাঁকে একটি ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছে। ১২ মে, রবিবার আরসিবি-র বিরুদ্ধে পন্থকে ছাড়াই নামনতে দিল্লি ক্যাপিটালসকে।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)