এএসআই মহিন্দর সিং, বিএসএফ, বীরভূম লোকসভা কেন্দ্রের অন্তর্গত মুরারইয়ের ২০৩ নং বুথে ডিউটি করার সময় হঠাৎই জ্ঞান হারান

Loksabha Vote 2024/ BSF Jawan Death: বীরভূমে ভোটের ডিউটিতে কর্মরত অবস্থায় বিএসএফ জওয়ানের মৃত্যু, দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে

Bengal News Politics
Share this news

ভোটের দিন কর্মরত অবস্থায় ফের মৃত্যু এক জওয়ানের। ভোট চলাকালীন অসুস্থ হয়ে মারা গেলেন বিএসএফ-এর এক জওয়ান(BSF Jawan), ASI মহিন্দর সিং।
বীরভূম(Birbhum) লোকসভা কেন্দ্রের অন্তর্গত মুরারইয়ের জাগরণী পাঠশালায় ২০৩ নম্বর বুথে মোতায়ন ছিলেন ওই বিএসএফ আধিকারিক। ডিউটি করার সময় হঠাই তিনি অসুস্থবোধ করেন এবং জ্ঞান হারিয়ে ফেলেন।তার পরে তাঁকে তড়িঘড়ি এলাকার গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে রামপুরহাট মেডিক্যাল কলেজে রেফার করা হয়। সেখানকার চিকিৎসকরা বিএসএফ জওয়ানকে মৃত বলে ঘোষণা করেন।প্রাথমিকভাবে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিএসএফ আধিকারিকের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বলে জানিয়েছেন সিইও আরিজ আফতাব। তবে জওয়ানের দেহের ময়নাতদন্ত করা হচ্ছে বলে খবর কমিশন সূত্রে।

 (বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *