লোকসভা নির্বাচনের চতুর্থ দফা ভোটে ধুন্ধুমার পরিস্থিতি মন্তেশ্বরে(Manteswar)। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মন্তেশ্বরে বুথ পরিদর্শন করতে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ(Dilip Ghosh)। এমনকি তাঁর গাড়ি আটকে দেওয়া হয়।বিজেপি প্রার্থীর গাড়ির সামনে বসে পড়েন তৃণমূল কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে নামে বিশাল পুলিশ বাহিনী।
দিলীপ ঘোষের গাড়ির সামনে ‘গো ব্যাক’ ও ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন তৃণমূলের কর্মীরা।দিলীপ ঘোষের নিরাপত্তা বাহিনীর গাড়ির কাচ ভাঙা হয়। আহত হন একজন নিরাপত্তা কর্মী। এমনকি সংবাদ মাধ্যমের গাড়িও ভাঙা হয়।মন্তেশ্বরের এই ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল নির্বাচন কমিশন।
উল্লেখ্য, এদিন ঝামেলার আগে বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ আর তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে ভোটের ময়দানে সৌজন্য বিনিময় করতে দেখা যায়। একে অপরকে জড়িয়ে ধরেন, কথা হয় দু-জনের মধ্যে। আর তার কিছুক্ষণ পরেই রণক্ষেত্রের চেহারা নেয় মন্তেশ্বর। মন্তেশ্বরের ঘটনায় কী বললেন দিলীপ ঘোষ
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)