সোমবার দুপুরের পর হঠাৎই ধুলোর ঝড়(Dust Storm) শুরু হয় বাণিজ্যনগরী মুম্বইতে(Mumbai)। শোঁ শোঁ হাওয়ার দাপটে উপড়ে যায় বিদ্যুতের খুঁটি। ভেঙে পড়ে গাছপালা। ঝড়ের ধাক্কায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বিশালাকার ১০০ ফুটের ধাতব বিজ্ঞাপনের বোর্ড। সেটা আবার একটি পেট্রোলপাম্পের ছাদের উপর গিয়ে পড়ে। চাপা পড়ে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা কিছু গাড়িও। বিলবোর্ডের ধাতব কাঠামো বহু গাড়ির ছাদ ভেঙে ঢুকে যায়। এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়।
অনেকেই তার নীচে চাপা পড়ে যায়। ঘটনায় মৃত্যু হয়েছে হয়েছে ৩ জনের। আরও বাড়তে পারে বলে আশঙ্কা য়েছে। আহত হয়েছেন ৫৯ জন।পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শুরু হয় উদ্ধারকাজ। পুলিশ সূত্রে খবর, ৬৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
সোমবার ভোটের দিন দুপুর তিনটে নাগাদ ধুলো ঝড়ে মুম্বইয়ের আকাশ ঢেকে যায়। স্থানীয়দের দাবি, এদিন সকাল থেকে মেঘলা ছিল আকাশ। দুপুরের আচমকা ঝড় শুরু হয়ে যায়। ধুলো ঝড়ের তাণ্ডবে চারিদিক অন্ধকার হয়ে যায়।
কিছু দেখার উপায় থাকে না। লোকজন নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়োদৌড়ি শুরু করে দেয়। রাস্তায় থেমে যায় যানবাহন। সেই সময় রাস্তাঘাটে যাঁরা ছিলেন, বেশ বিপদে পড়তে হয় তাঁদেরকে। তবে কিছুক্ষণ পর শুরু হয় বৃষ্টি। ঝড়বৃষ্টির জেরে সাময়িক স্বস্তি পেয়েছেন মুম্বই সহ আশপাশের এলাকার মানুষজন। তবে ধুলো ঝড়ের জেরে রীতিমতো বিধ্বস্ত অবস্থা হয় বাণিজ্যনগরীতে।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)