সন্দেশখালিতে জমি দখলের মামলায় এখনও পর্যন্ত ২৬০ কোটি টাকার হদিস মিলেছে অভিযুক্ত শাহজাহান শেখের। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আদালতের সামনে এমনটাই দাবি করেছে।

Sheikh Shahjahan’s Property: শুধু জমি দখল করেই ২৬০ কোটি টাকার সম্পত্তি শাহজাহানের! সন্দেশখালি প্রসঙ্গে আদালতে দাবি ইডির

Bengal News Politics
Share this news

সন্দেশখালিতে জমি দখলের মামলায় এখনও পর্যন্ত ২৬০ কোটি টাকার হদিস মিলেছে অভিযুক্ত শাহজাহান শেখের(Sheikh Shahjahan)। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আদালতের সামনে এমনটাই দাবি করেছে। ইডির দাবি জমি, ভেড়ি, নগদ সম্পত্তি নানা পর্যায়ে দুর্নীতি করেই তৈরী করেছেন শাহজাহান শেখ( Sheikh Shahjahan)

সোমবার কলকাতার বিচার ভবনে শাহজাহান, আলমগির, শিবপ্রসাদ হাজরা, দিদার বক্স মোল্লাকে হাজির করা হয়। ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী আদালতে দাবি করেন, শাহজাহানের বিরুদ্ধে জমি দখলের এই মামলায় ‘প্রসিড অফ ক্রাইম’ হিসাবে এখনও পর্যন্ত ২৬০ কোটি টাকার সম্পত্তি চিহ্নিত করেছে ইডি। ‘প্রসিড অফ ক্রাইম’ বলতে বোঝায়, দুর্নীতির মাধ্যমে যা আয় করা হয়। ইডির দাবি, ভয় দেখিয়ে, জমি দখল করে সন্দেশখালিতে ২৬০ কোটি টাকার সম্পত্তি করেছেন শাহজাহান।

আলমগিরের স্ত্রী সন্তানসম্ভবা, তাই জামিনের আবেদন করা হয় আইনজীবীর তরফে। আইনজীবীর দাবি, এই অবস্থায় তাঁর স্ত্রীকে দেখাশোনার কেউ নেই। এছাড়া আলমগিরের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ফলে তাঁর স্ত্রীর হাতে এখন টাকাপয়সারও অভাব। ইডির আইনজীবী এই দাবির  বিরোধিতা করে জানিয়েছেন, আলমগিরের বাড়িতে পরিবারের অন্য সদস্যেরাও থাকেন। আলমগিরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন বন্ধ করা হয়নি। ইডি জামিনের আবেদনের বিরোধিতা করে। এর পর আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয়।

(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *