কলকাতা থেকে উদ্ধার হল ১ কোটি টাকা।

IT Raid: তৃণমূল কাউন্সিলরের বাড়ি সহ শহরজুড়ে ১০ জায়গায় আয়কর হানা, ভোটের আগে কলকাতায় উদ্ধার ১ কোটি টাকা!

Bengal News Politics
Share this news

লোকসভা নির্বাচন চলাকালীন বাংলায় অস্ত্র, বেআইনি জিনিস উদ্ধার অব্যাহত। ২০ মে, সোমবার পঞ্চম দফার ভোট। তার আগে বৃহস্পতিবার কলকাতা(Kolkata) থেকে উদ্ধার হল ১ কোটি টাকা। শহরজুড়ে মোট ১০টি জায়গায় চলছে আয়কর হানা(IT Raid)। যার মধ্যে কলকাতা পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের মহিলা কাউন্সিলর মিতালি সাহার মদনমোহন স্ট্রিটের বাড়িও ছিল। এছাড়া এসপ্ল্যানেড, আনন্দপুর, আলিপুর সহ শহরের মোট ১০টি জায়গায় সকাল থেকেই শুরু হয়েছিল তল্লাশি।সূত্রের খবর, কলকাতার ৩ হোর্ডিং ব্যবসায়ীর অফিসে হানা দিয়েছেন আয়কর বিভাগের আধিকারিকরা।

এসপ্ল্যানেডের একটি অফিস থেকে ৫০ লক্ষ টাকা এবং অন্য একটি জায়গা থেকে আরও ৫০ লক্ষ নগদ টাকা উদ্ধার হয়েছে। ভোট চলাকালীন এত টাকা কোথা থেকে এল, তার তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। কোনও রাজনৈতিক দল কিংবা আঁততায়ীর যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই তল্লাশি অভিযান নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল স্বাভাবিকভাবেই এটা বিজেপির চক্রান্ত বলে অভিযোগ তুলেছে। যদিও গেরুয়া শিবির এই অভিযোগ মানতে নারাজ।

 (বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *