৪ জুন লোকসভা নির্বাচনের(Loksabha Election 2024) গণনা। বাংলায় ভোটের গণনা(Vote Counting) নিয়ে জরুরি বৈঠক করল নির্বাচন কমিশন।মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের পৌরহিত্য হবে গণনা। সেই নিয়ে বৃহস্পতিবার সকাল ১০ টায় বেঙ্গল চেম্বার অফ কমার্স হবে গণনা নিয়ে হয়ে গেল চূড়ান্ত বৈঠক। গণনার প্রস্তুতি সহ সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হল বৈঠকে। গণনা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা থেকে গণনা প্রক্রিয়া নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে এদিন।বৈঠকে ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের আধিকারিক সহ ওসি, ইলেকশন ওসি, ইভিএম সহ সমস্ত জেলার অতিরিক্ত জেলা শাসকরা।
অন্যদিকে, রাজ্যে ষষ্ঠ দফায ভোটে মোট ১০২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে জানিয়েচে নির্বাচন কমিশন। তার মধ্যে বুথ পাহারায় ৯১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
কোথায় কত বাহিনী থাকবে?
বাঁকুড়া – ১৭৮
ঝাড়গ্রাম – ১৩৩
পশ্চিম মেদিনীপুর – ২১৮
পূর্ব মেদিনীপুর – ২৩৭
পুরুলিয়া – ১৩৭
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)