কথায় আছে ‘যেই রক্ষক, সেই ভক্ষক’, সেই প্রবাদ পঞ্চম দফা ভোটে বাংলায় সত্যি হয়ে গেল। কেন্দ্রীয় বাহিনী(Central Force), যাদের নিরাপত্তায় লোকসভা নির্বাচন হচ্ছে, যাদের নিরাপত্তার উপর ভরসা করছে সাধারণ মানুষ, তারাই সেই ভরসায় জল ঢেলে দিল একেবারে।
কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের বিরুদ্ধে এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ। উলুবেড়িয়া(Uluberia) লোকসভা কেন্দ্রের জানবার গ্রামের ঘটনা। জানা গিয়েছে, রবিবার প্রাতঃভ্রমণের সময় ওই মহিলার সঙ্গে অশালীন ব্যবহার করে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। অভিযুক্ত হলেন জি/৯৬ ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ান যোগীনদের পাল। ওই মহিলা অভিযোগ করেন, প্রথমে তার ছবি তোলার চেষ্টা করা হয়, তারপর আচমকা তার কাছে এসে তার কাঁধে হাত দেয় ওই জওয়ান।অভিযুক্ত জওয়ানের বিরুদ্ধে উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।৩৪১,৩৫৪ এবং ৫০৯ ধারায় মামলা রুজু করা হল বিএসএফ জওয়ানের বিরুদ্ধে। খবর পেতেই নির্বাচনী প্রক্রিয়া অভিযুক্ত বিএসএফ জওয়ান কে। সরিয়ে দিল মুখ্য নির্বাচনী আধিকারিক দফতর।
রবিবার রাতে হাওড়ার পর হুগলিতেও ঘটে এমন ঘটনা । হুগলির শ্রীরামপুরে(Shrirampore) একটি বাড়িতে ঢুকে এক গৃহবধূকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বুথে কাজ করতে আসা আইটিবিপি-র এক কনস্টেবল। সেই সময় ওই গৃহবধূ ঘুমোচ্ছিলেন। অভিযোগ, ঘুমন্ত অবস্থাতেই ওই মহিলার শ্লীলতাহানির চেষ্টা করেন অভিযুক্ত জওয়ান। মহিলার পরিবার এবং প্রতিবেশীদের মারধরের অভিযোগও উঠেছে ওই জওয়ানের বিরুদ্ধে। এর পরেই ওই জওয়ানকে ধরে ফেলেন স্থানীয়েরা। গাছে বেঁধে রেখে মারধর করে পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে সূত্রের খবর।
পঞ্চম দফা ভোটের আগের দিন দুই জেলায় মহিলাকে শ্লীলতাহানির ঘটনায় তোপ দাগলেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা।
এই ধরণের ঘটনার পর কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তাকে কতটা ভরসা করবে সাধারণ মানুষ? প্রশ্ন থেকেই যায়।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)