ভোটের মাঝে ফের কেন্দ্রীয় বাহিনীর(Central Force) বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে।দুটি ঘটনা ঘটেছে ডেবরায়(Debra)। ঘাটালের ১২৬ নং বুথে একটি ঘটনা ঘটে। এক মহিলা ভোটার অভিযোগ করেন, তিনি যখন ভোট দিতে যান তখন তাকে নিগ্রহ করে এক জওয়ান। অভিযুক্ত জওয়ানকে ভোটের ডিউটি থেকে সরিয়ে দেওয়া হয় কমিশনের তরফে।
অন্যদিকে, ডেবরায় লোধা গৃহবধূর শ্লীলতাহানির ঘটনা। ওই মহিলা ভোটার অভিযোগ করেন, জল খাওয়ার নাম করে ওই গৃহবধূর বাড়িতে যায় ওই জাওয়ান।তারপর জল খাওয়ার পর ওই গৃহবধূর বুকের মধ্যে জলের বোতল ভরে দেয়। তার পরেই এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে যায়। পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে ডেবরা থানার পুলিশ এসে জওয়ানকে আটক করে ওনাদের হাই কমান্ডের হাতে তুলে দেয়। তারপর ওই জওয়ানের কাছ থেকে সার্ভিসের অস্ত্র কেড়ে নেওয়া হয় বলে সূত্রের খবর। অভিযোগ পেয়েই ভোটের ডিউটি থেকে সরিয়ে দেওয়া হল কেন্দ্রীয় বাহিনীর অভিযুক্ত জওয়ানকে। এ বিষয়ে প্রতিক্রিয়া দিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব(Dev)। ‘ সকাল থেকে মহিলা দের ভোট করতে দেওয়া হয়নি। এটা দুঃখজনক ব্যাপার…ন্ত্রাস করে ভয় দেখিয়ে সম্মানীয় হার যাতে পাওয়া যায়, তার চেষ্টা করছে’, বিজেপি প্রার্থী কটাক্ষ দেবের। ‘যখনই হারেন পাকিস্তান টেনে বার্তা দিয়ে হিন্দু ভোট টানার চেষ্টা করে‘, আক্রমণ দেবের।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)