আপনার স্মার্টফোনে(Smartphone) নিশ্চই এই অ্যাপটি অবশ্যই আছে। যে অ্যাপ দিয়ে আপনি আননোন কোনও নম্বরের ডিটেলস চেক করতে পারেন। ঠিক ধরেছেন, ট্রু-কলার(TRUE CALLER) অ্যাপের কথাই বলছি। জানেন কি এবার থেকে ট্রু-কলার-এ কল রেকর্ড করতে পারবেন আপনি? আর কী কী সুবিধা পাবেন? বিস্তারিত জানতে দেখুন ভিডিওটি
ট্রু-কলার(TRUE CALLER)-এর নতুন আপডেট ভার্সন ১২ নিয়ে এসেছে একাধিক নতুন ফিচারর্স।
নতুন কী কী বৈশিষ্ট্য রয়েছে এই আপডেট ভার্সনে?
এতদিন শুধুমাত্র প্রিমিয়াম গ্রাহকরা ট্রু-কলারের মাধ্যমে কল রেকর্ড করতে পারতেন
এবার থেকে সাম্প্রতিকতম আপডেটের পরে সব ট্রু-কলার গ্রাহক এই অ্যাপ ব্যবহার করে কল রেকর্ড করতে পারবেন
ইনকামিং ও আউটগোইং উভয় কলই রেকর্ড করা যাবে
এই অ্যাপের নতুন আপডেট ভার্সন ১২-এ যুক্ত হয়েছে ঘোস্ট কল ও কল অ্যানাউন্সের মতো ফিচারগুলি
সাম্প্রতিক আপডেটে এই অ্যাপে ভিডিও কলার আইডি যুক্ত হয়েছে। এই ফিচার ব্যবহার করে বন্ধু ও পরিবারের সদস্যরা ফোন করলে স্ক্রিনে একটি ছোট ভিডিও দেখতে পাবেন
তবে আপাতত অ্যানড্রয়েড গ্রাহকরাই এই ফিচার ব্যবহার করতে পারবেন
কীভাবে ট্রু-কলারে কল রেকর্ড করবেন?
ফোনে ‘SETTINGS’-এ গিয়ে ‘ACCECIBILITY’ ওপেন করুন
এবার ‘TRUE CALLER CALL RECORDING’ অপশন এনেবেল করে দিন
এরপর “USE TRUE CALLER RECORDING” এর পাশের টগল এনেবেল করে দিন
আপনি চাইলে কল রেকর্ড হওয়ার পর শর্টকাট বাছাই করতে পারবেন
তবে ট্রু-কলারের মাধ্যমে ফোনের অপর প্রান্তের ব্যক্তি কল রেকর্ড করলে তা জানা সম্ভব হবে না
রেকর্ড করা সব কল ফোনের স্টোরেজে সেভ হবে
উল্লেখ্য,ট্রু-কলার ভার্সন ১২ আপডেটের পরে হোমস্ক্রিন থেকেই কল ও এসএমএস দেখে নেওয়া যাবে।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)