তৃতীয় মোদী সরকারের মন্ত্রিসভায় শপথ নিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। তবে সুকান্তকে কোন মন্ত্রকের প্রতিমন্ত্রী করা হচ্ছে, তা এখনও জানানো হয়নি। সুকান্তকে যে মন্ত্রী করা হচ্ছে, রবিবার সকালেই তা জানানো হয়। কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভার সচিব রাজীব গৌড়া তাঁকে চিঠি পাঠিয়ে এ কথা জানিয়েছিলেন। বাংলা থেকে মোদীর মন্ত্রিসভায় দু’জন জায়গা পেয়েছেন। সুকান্তের পাশাপাশি এ রাজ্য থেকে মন্ত্রী করা হয়েছে বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরকে।
বাংলায় এ বার কমেছে বিজেপির সাংসদ সংখ্যা। ২০১৯ সালে রাজ্য থেকে মোট ১৮টি আসন জিতেছিল বিজেপি, এবার সেখানে কমে হয়েছে মাত্র ১২। হেরে গিয়েছেন বিদায়ী মন্ত্রিসভার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকও। রাজ্য থেকে কে বা কারা তৃতীয় মন্ত্রিসভার সদস্য হবেন তা নিয়ে জল্পনা ছিলই। রাজ্য থেকে এ বারও পূর্ণমন্ত্রী হওয়ার সুযোগ পেলেন না কেউ।