আলিপুরদুয়ার লোকসভা থেকে সাংসদ হয়েছেন মনোজ টিগ্গা। পাশাপাশি, তিনি মাদারিহাট বিধানসভা কেন্দ্র থেকে ভোটে জিতে বিধায়ক নির্বাচিত হন। আইন অনুযায়ী একইসঙ্গে দুটি পদে থাকা যায় না। তাই এবার মাদারিহাট থেকে নির্বাচিত বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন বিধানসভায়, বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা।
২০১৬ সালে প্রথম বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন তিনি। বৃহস্পতিবার বিধানসভার অধ্যক্ষের কাজে ইস্তফা জমা দিলেন মনোজ টিগ্গা। পাশাপাশি, তাঁর সমস্ত অফিসিয়াল ডকুমেন্টস অর্থাৎ আই কার্ড, ও তাঁর জন্য স্পেশাল যে গাড়ি ছিল, তাও তিনি ফিরিয়ে দিলেন। নিজের ঘরে এসে মুখ্য সচেতকের নির্ধারিত চেয়ারেও আর বসলেন না তিনি।
Eta ar ki besi maine pabe