কেন্দ্রীয় সরকার এবার থেকে একই ফোনে দুটো সিম কার্ড (SIM Card) চালানোর উপর জরিমানা আরোপ করতে চলেছে।

SIM CARD: আপনি কি দুটো সিম ব্যবহার করেন? জরিমানা দিতে হতে পারে আপনাকে!

National News Smartphone Technology
Share this news

আপনি কি একটা স্মার্টফোনে একইসঙ্গে দু-টো সিম কার্ড ব্যবহার করছেন?  জরিমানা দিতে হতে পারে আপনাকেও।

কেন্দ্রীয় সরকার এবার থেকে একই ফোনে দুটো সিম কার্ড (SIM Card) চালানোর উপর জরিমানা আরোপ করতে চলেছে। সূত্রের খবর, ভারতের টেলিকম রেগুলেটর এই নিয়ে একটি প্রস্তাব পেশ করতে চলেছে শীঘ্রই। ফোন নম্বরের অপব্যবহার (TRAI Rule) রুখতে বড় পদক্ষেপ টেলিকম বিভাগের।

টেলিকম রেগুলেটরের সূত্র অনুসারে, বহু গ্রাহক আছেন যারা তাদের ফোনে একসঙ্গে দুটি সিম ব্যবহার করেন। কিন্তু তার মধ্যে একটি মাত্র সিমই (SIM Card) কেবল ব্যবহার করেন। টেলিকম রেগুলেটর জানিয়েছে, এই মোবাইল নম্বর আসলে সরকারের নিজস্ব সম্পত্তি, টেলিকম অপারেটরগুলিকে সেই ফোন নম্বরগুলি একটি নির্দিষ্ট সীমার মধ্যে ব্যবহারের জন্য দেওয়া হয়। সরকার চাইলে সেই সিম কার্ডের জন্য চার্জ করতে পারে।

TRAI-এর তথ্য অনুসারে, মোবাইল অপারেটরগুলি এবার থেকে বেশ কিছু সিম কার্ড বন্ধ করতে চলেছে। যে সমস্ত সিম কার্ডগুলি বহু সময় ধরে ব্যবহার হচ্ছে না, সেগুলির জন্য যাতে মোবাইল অপারেটরদের গ্রাহক বেস না হারাতে হয়, সেই জন্য নম্বরগুলিকে (TRAI Rule) বন্ধ করে দেওয়া হবে। কোনও গ্রাহক যদি তাঁর সিম কার্ডে দীর্ঘদিন যাবৎ রিচার্জ না করেন, তাহলে সেই নম্বর সরকারের black list -এ চলে যাবে। এই পরিস্থিতিতে TRAI এই সমস্ত মোবাইল নম্বরের জন্য মোবাইল অপারেটরদের উপর জরিমানা ধার্য করতে পারে। এখনও পর্যন্ত জানা গিয়েছে যে, ২১৯.১৪ মিলিয়ন মোবাইল নম্বর এখনও পর্যন্ত এই বন্ধ হওয়ার তালিকায় আছে।

 (বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *