টি-২০ বিশ্বকাপে(T20 wc 2024) গ্রুপ এ-র শীর্ষে থেকে ৬ পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই সুপার এইটে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া(Team India)। দ্বিতীয় কোন দল যাবে সেই নিয়েই ছিল ধন্দ। কানাডা ও পাকিস্তানের বিরুদ্ধে জিতে ৪ পয়েন্ট পেয়ে গিয়েছিল আমেরিকা(USA) । কিন্তু পাকিস্তানের(Pakistan) পয়েন্ট মাত্র ২। এই অবস্থায় শুক্রবার আমেরিকাকে আয়ারল্যান্ডের কাছে হারতে হত, এমনটাই প্রার্থণা ছিল বাবরদের মনে মনে, সেই সঙ্গে গোটা পাকিস্তানের মানুষের। কিন্তু শেষ পর্যন্ত হতাশ হতে হল তাঁদেরকে।
ফ্লোরিডায় বৃষ্টিতে আমেরিকা-আয়ারল্যান্ড ম্যাচ ভেস্তে গেল। দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে গেল। যার ফলে আমেরিকা ৫ পয়েন্ট পেয়ে গেল। সেই সঙ্গে কপাল পুড়ল পাকিস্তানের। সুপার এইটের দৌড় থেকে একেবারে ছিটকে গেল আর এবারের মতো টি-২০ থেকেও বিদায় নিতে হল বাবর আজমদের।
পাকিস্তান এর পরের ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জিতলেও ৪ পয়েন্ট হবে। তাই আর কোনও আশাই থাকল না বাবরদের সুপার এইটে যাওয়ার। অন্যদিকে প্রথমবার টি-২০ বিশ্বকাপের সুপার এইটে পৌঁছে গেল সৌরভ নেত্রাভালকাররা।
বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)