২৩ জুন অর্থাই রবিবার দিনটা খুবই স্পেশাল ছিল সিনহা পরিবারের জন্য। সকাল থেকেই সকলের অপেক্ষা ছিল জাহির-সোনাক্ষীর বিয়ের ছবি দেখার। সকাল থেকেই নানা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই নবদম্পতি জাহির-সোনাক্ষীর বিয়ের প্রথম ছবি সামনে আসে। অভিনেত্রী নিজের অফিসিয়াল পেজে দম্পতির সই করার বিয়ের ছবি পোস্ট করেন। সাদা রঙের টুইনিংয়ে নজরকাড়া লাগছিলেন সোনাক্ষী ও জাহির। আইভরি হোয়াইট চিকনকারি শাড়িতে সুসজ্জিত ছিলেন সোনাক্ষী। এদিন সোনাক্ষী তাঁর মায়ের বিয়ের শাড়ি পরে নতুন জীবনে পা রাখলেন জাহিরের হাত ধরে। উল্লেখ্য, শুধু শাড়িই নয় সই বিয়ের সময় সোনাক্ষী যে গয়নাগুলো পরেছিলেন সেগুলোও তাঁর মা পুনম সিনহার।
আইভরি হোয়াইট চিকনকারি শাড়ির সঙ্গে খোঁপায় ফুলের মালা, ম্যাচিং জুয়েলারিতে সোনাক্ষীর দিক থেকে যেন চোখ ফেরানো যাচ্ছে না। জাহিরের পরনে ছিল সাদা কুর্তা-পায়জামা। ১০ জুন থেকে সোনাক্ষীর বিয়ে নিয়ে চারিদিকে জল্পনা শুরু হয়েছিল। বিয়ের কয়েকদিন আগে সবথেকে বড় খবর সামনে আসে যে তাঁর মা-ভাই ইনস্টায় তাঁকে আনফলো করে দিয়েছেন। তবে বিয়ের দু-একদিন আগে বাবা শত্রুঘ্ন সিনহা জানিয়েছিলেন, সব সমস্যা মিটে গিয়েছে। সোনাক্ষীর বাড়িতে পুজোর আয়োজনও করেছিলেন পুনম সিনহা।
২৩ জুন সোনাক্ষী ও জাহিরের ভালোবাসার সূত্রপাত হয়। তাই এই দিনটিকেই বিয়ে করে নতুন সংসার শুরু করার সিদ্ধান্ত নেন সোনাক্ষী ও জাহির। রিসেপশন পার্টিতে লেহেঙ্গা ছেড়ে শাড়িতে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন সোনাক্ষী। রিসেপশনে নব দম্পতির পরনে ছিল লাল-সাদা কম্বিনেশন। সোনাক্ষীর উজ্জ্বল লাল বর্ণের শাড়ি আর জাহিরের পরনে ছিল সাদা কুর্তা-প্যান্ট।