দীর্ঘ পাঁচ মাস জেলবন্দী ছিলেন তিনি। লোকসভা ভোটে জেলেই থেকেছেন। তিনি ভাঙড়ের ডাকাবুকো নেতা আরাবুল ইসলাম(Arabul Islam। বুধবার জেল থেকে মুক্তি পেলেন তৃণমূল নেতা, ভাঙড়ের প্রাক্তন বিধায়ক। আর জেল থেকে ছাড়া পেতেই হুঙ্কার তাঁর গলায়। তিনি বলেন, ‘ভাঙড়(Bhangar) তাঁর কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না।’ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচুর প্রশংসা করে তিনি বলেন, ‘লোকসভায় যে ফল হয়েছে,আগামী ২০২৬-এ বিধানসভা ভোটে আবার রাজ্যে তৃণমূলের ক্ষমতায় আসা নিশ্চিত।’
উল্লেখ্য, আরাবুল ইসলামের বিরুদ্ধে খুন সহ ৯টি মামলা রুজু হয়েছিল। গত ৮ ফেব্রুয়ারি তাঁকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। শেষমেশ বুধবার হাইকোর্ট জামিন মঞ্জুন করলে বাকুইপুর সংশোধনাগার থেকে মুক্তি পান আরাবুল।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)