থ দুর্ঘটনায় মৃত্যু হল দুই ব্যক্তির। ঘটনাটি ঘটে আজ ভোরে নদীয়ার শান্তিপুর থানার 12 নম্বর জাতীয় সড়কের ফুলিয়া বাসস্ট্যান্ডে। সূত্রের খবর, একজন বাস ধরার জন্য অপেক্ষায় ছিলেন এবং অপরজন সকালে মর্নিং ওয়ার্ক করতে বেরিয়েছিলেন। সে সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের দুজনকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুই ব্যক্তির।

Road Accident in Nadia: মর্নিং ওয়াকে বেরিয়ে মৃত্যু, জাতীয় সড়কে দুর্ঘটনায় বলি ২, CCTV ফুটেজ প্রকাশ্যে

Bengal News
Share this news

নদিয়া: কাকভোরে পথ দুর্ঘটনায়(road accident) মৃত্যু হল দুই ব্যক্তির। ঘটনাটি ঘটে আজ ভোরে নদীয়ার শান্তিপুর থানার 12 নম্বর জাতীয় সড়কের ফুলিয়া বাসস্ট্যান্ডে। সূত্রের খবর, একজন বাস ধরার জন্য অপেক্ষায় ছিলেন এবং অপরজন সকালে মর্নিং ওয়ার্ক করতে বেরিয়েছিলেন। সে সময় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের দুজনকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুই ব্যক্তির। জানা গিয়েছে, মৃতদের একজনের নাম সুরজিৎ ঘোষ, বাড়ি ফুলিয়া বুইচাঘোষ পাড়া এলাকায় এবং অপর ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যায়নি বলে পুলিশ সূত্রে খবর।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফুলিয়া পুলিশ ক্যাম্পের পুলিশ প্রশাসন ও শান্তিপুর থানার পুলিশ। মৃতদেহ দুটি উদ্ধার করে করে নিয়ে যায় পুলিশ। সূত্রের খবর , রানাঘাটের দিক থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল একটি চারচাকা পিকআপ ভ্যান, সেই সময় ফুলিয়া বাস স্ট্যান্ডে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা এক বাস যাত্রী ও অপর এক ব্যক্তিকে পিষে দিয়ে চলে যায়। গাড়ির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ প্রশাসন।

(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *