জানা যায় বাপি রায়। ও মোহাম্মদ সাজ্জাদ দুই তৃণমূল নেতা মাদারীপুর এর অবস্থিত একটি হোটেলে ছিল।।হঠাৎ করেই নয় থেকে দশ জনের এক দুষ্কৃতীর দল তাদের এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায়।বাপি রায় ও মোঃ সাজ্জাদের গুলি লাগে।দুজনকেই ইসলামপুর মহাকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক বাপি রায় কে মৃত বলে ঘোষণা করেনএবং গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ সাজ্জাদকে ভর্তি করা হয়।

Islampur TMC Leader Murder: ইসলামপুরে হোটেলে এলোপাথাড়ি গুলি, তৃণমূল নেতা খুন, জখম আরও ১

Bengal News Politics
Share this news

রাতের অন্ধকারে গুলিবিদ্ধ ২ তৃণমূল নেতা(TMCLeader)।।ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর(Islampur) ব্লকের মাদারীপুর এলাকায়।।জানা যায় বাপি রায়। ও মোহাম্মদ সাজ্জাদ দুই তৃণমূল নেতা মাদারীপুর এর অবস্থিত একটি হোটেলে ছিল।।হঠাৎ করেই নয় থেকে দশ জনের এক দুষ্কৃতীর দল তাদের এসে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায়।বাপি রায় ও মোঃ সাজ্জাদের গুলি লাগে।দুজনকেই ইসলামপুর মহাকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক বাপি রায় কে মৃত বলে ঘোষণা করেনএবং গুরুতর আহত অবস্থায় মোহাম্মদ সাজ্জাদকে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর এলাকার একটি লাইন হোটেলে তৃণমূল নেতৃত্ব বসে গল্প করছিলেন। সেই সময় ৮-১০ জনের একটি সশস্ত্র দল ওই হোটেলে হামলা চালায়। তারা এলোপাথারি গুলি করে। গুলি বাপি রায়ের গলায় বুকে লাগে । আততায়ী রা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে। তাদের মুখ ঢাকা ছিল না। এলোপাথাড়ি গুলি করে তারা গাড়ি করে গা ঢাকা দেয়। এরপর দ্রুত তাদের ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাজ্জাদ জানান, যারা গুলি করেছিল তাদের মুখ খোলা থাকা সত্ত্বেও তাদের চেনা যায়নি ।মনে হচ্ছে তারা বহিরাগত।এছাড়া মহম্মদ সাজ্জাদ এর গুলি গুলি লাগলেও তার অবস্থা স্থিতিশীল।

ঘটনার খবর পেয়ে ছুটে আছেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালা লাগারওয়াল, তৃণমূল ব্লক সভাপতি জাকির হোসেন সহ অন্যান্য নেতৃত্বরা। শাসকদলের নেতারা যেখানে সুরক্ষিত নয় সাধারণ মানুষের সুরক্ষা কোথায় এই প্রশ্নে তৃণমূলের জেলা সভাপতি কানাইয়া লাল আগরওয়াল বলেন, ‘আমাদের মনে হচ্ছে শ্যুটাররা ভাড়া করা। কী কারনে আমাদের ওই দুই কর্মীকে গুলি করা হলো তা এখনই স্পষ্ট নয়। ওই হোটেলে সিসিটিভি রয়েছে। তার ফুটেজ দেখলে স্পষ্ট হয়ে যাবে। পুলিশকে যা বলেছি অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে। এলাকার শান্তি বজায় রাখতে যা যা করা প্রয়োজন সব ব্যবস্থা গ্রহণ করতে পুলিশকে অনুরোধ করা হয়েছে।’

ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার থেন্ডুপ শেরপা জানিয়েছেন, ঘটনাস্থলে গুলি চলে।গুলিতে একজন মারা গেছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে যারা তাদের অবিলম্বে গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *