চিট ফান্ড সংস্থা খুলে লক্ষাধিক টাকা প্রতারণা, নয়ডা থেকে গ্রেফতার এক। আই টি কর্মীর অভিযোগের ভিত্তিতে এক অভিযুক্তকে গ্রেফতার করলো এয়ারপোর্ট থানার পুলিশ।

Cheat Fund fraud case: চিট ফান্ড সংস্থা খুলে লক্ষাধিক টাকার প্রতারণা, নয়ডা থেকে গ্রেফতার অভিযুক্ত

Bengal National News
Share this news

আর্থিক প্রতারণার অভিযোগে নয়ডা(Noida) থেকে এক অভিযুক্তকে গ্রেফতার করল এয়ারপোর্ট থানার পুলিশ(Airport police)।পুলিশ সূত্রে খবর, এয়ারপোর্ট থানার অন্তর্গত এলাকার বাসিন্দা পেশায় আইটি কর্মী সোয়েতা দত্ত ২০২১ সালে এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করেন, যে তিনি আমিষ্টার নামক একটি কোম্পানিতে মৃন্ময় পালের কথায় ২৪ লক্ষ টাকা জমা করেন। তিনি জানান মৃন্ময় তাঁকে জানাই তার এই কোম্পানিতে টাকা রাখলে এই টাকা দ্বিগুণ হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। এই প্রলোভনে তিনি ২৪ লক্ষ টাকা জমা করেন।

এর কিছুদিন পরেই মৃন্ময় পাল যোগাযোগ বিচ্ছিন্ন করে পলাতক হয়ে যায়। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে এয়ারপোর্ট থানায়অভিযোগ দায়ের করেন ওই আইটি কর্মী মহিলা। ঘটনা তদন্ত শুরু করে পুলিশ।

মৃন্ময় পালের কলকাতার অফিস গেলে জানতে পারে সেখান থেকে তিনি অফিস বন্ধ করে চলে গেছেন। এরপর বিভিন্ন সূত্র মারফত খবর পেয়ে অবশেষে উত্তরপ্রদেশের নয়ডা এলাকায় হানা দেয়। সেখানে একটি অভিজাত ফ্ল্যাট থেকে মৃন্ময় পালকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, এই মৃন্ময় পাল চিট ফান্ড সংস্থা খুলে একাধিক মানুষের থেকে লক্ষাধিক টাকা প্রতারণা করেছিলেন।শনিবার অভিযুক্তকে ব্যারাকপুর আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। পুলিশ সূত্রে খবর, এই চক্রের সঙ্গে আর কারা জড়িত আছে তদন্ত করে দেখছে এয়ারপোর্ট থানার পুলিশ।।

(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *