টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আমিরশাহির অধিনায়ক ঈশা ওজ়া। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে (IND vs UAE) নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ২০১ রান তুলেন ভারত। ব্যাট হাতে অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) এবং রিচা ঘোষ (Richa Ghosh) দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন। পঞ্চম উইকেটে দুইজনের ৪৫ বলে ৭৫ রানের পার্টনারশিপই দলকে বড় রান এনে দেয়।

India Women vs UAE Women: মহিলাদের এশিয়া কাপে নজির বঙ্গকন্যা রিচার, আরব আমিরশাহিকে উড়িয়ে ৭৮ রানে জয় হরমনপ্রীতদের

News Sports
Share this news

মহিলাদের এশিয়া কাপে(Asia Cup) দাপট ভারতীয় দলের(team India)। প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর রবিবার  দ্বিতীয় ম্যাচেও জয় অক্ষুণ্ণ রাখল ভারতীয় মহিলা দল।

টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আমিরশাহির(UAE) অধিনায়ক ঈশা ওজ়া।  সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে (IND vs UAE) নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ২০১ রান তুলেন ভারত। ব্যাট হাতে অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) এবং রিচা ঘোষ (Richa Ghosh) দুরন্ত হাফসেঞ্চুরি হাঁকালেন। পঞ্চম উইকেটে দুইজনের ৪৫ বলে ৭৫ রানের পার্টনারশিপই দলকে বড় রান এনে দেয়।হরমনপ্রীতকে দারুণ ছন্দে দেখাচ্ছিল এদিন।৪৭ বলে ৬৬ রান করেন তিনি। অন্যদিকে, নির্ধারিত সময়ে ওভার শেষ করতে না পারায় আমিরশাহিকে শেষ ওভারে বাড়তি ফিল্ডারকে সার্কেলে রেখেই ইনিংস শেষ করতে হয়। এর লাভ তোলেন রিচা। দুর্দান্ত ইনিংস খেলে ৬৪ রানে অপরাজিত থাকেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় দলকে প্রথমবার দু’শো রানের গণ্ডি পার করতে সাহায্য করেন।

এরপর পরে ব্যাট করতে নেমে ভারতীয় মহিলাদের বোলিং বিশেষ সুবিধা করতে পারলেন না আমিরশাহির ব্যাটারা। ৭ উইকেট বারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১২৩ রানেই থামতে হয় তাঁদের। ৭৮ রানে অনায়াসেই জয় পেয়ে যায় ভারতীয় মহিলা ব্রিগেড।

(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *