বিভিন্ন ক্ষেত্রের চাকরিতে আগামী পাঁচ বছরে ১ কোটি যুবক-যুবতী ইন্টার্নশিপের সুযোগ পাবেন।ছোট সংস্থাগুলির কর্মীদের ভবিষ্যনিধি বা প্রভিডেন্ট ফান্ডে ভর্তুকি দেওয়া হবে। প্রথম যাঁরা কাজে ঢুকছেন, তাঁদের প্রভিডেন্ট ফান্ডে এক মাসের বেতন দেওয়া হবে। জানালেন অর্থমন্ত্রী।

Budget 2024-25: বাজেটে ন’টি বিষয়ে জোর, দাম কমল সোনা, রূপো, মোবাইলের, কোন কোন জিনিসের দাম বাড়ল? 

National News
Share this news

মঙ্গলবার ২০২৪-২৫ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট(Budget 2024) পেশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামণ। এবারের বাজেটে ন’টি বিষয়ে জোর দেওয়ার কথা ঘোষণা করলেন সীতারামন। এই ন’টি ক্ষেত্রের মধ্যে রয়েছে কৃষি, কর্মসংস্থান, মানবসম্পদ উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার, উৎপাদন ও পরিষেবা, নগরোন্নয়ন, শক্তি, উদ্ভাবন ও গবেষণা এবং নতুন প্রজন্মের জন্য সংস্কার। 

বিভিন্ন ক্ষেত্রের চাকরিতে আগামী পাঁচ বছরে ১ কোটি যুবক-যুবতী ইন্টার্নশিপের সুযোগ পাবেন।ছোট সংস্থাগুলির কর্মীদের ভবিষ্যনিধি বা প্রভিডেন্ট ফান্ডে ভর্তুকি দেওয়া হবে। প্রথম যাঁরা কাজে ঢুকছেন, তাঁদের প্রভিডেন্ট ফান্ডে এক মাসের বেতন দেওয়া হবে। জানালেন অর্থমন্ত্রী।

গ্রামোন্নয়নের জন্য ২.৬৬ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে।

শিক্ষা খাতে ১.৪ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে শিক্ষা, প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের জন্য।

প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও তিন কোটি বাড়ি! কৃষি খাতে বরাদ্দ করা হচ্ছে ১.৫২ লক্ষ কোটি টাকা: অর্থমন্ত্রী

কৃষি ক্ষেত্রে ১.৫২ লক্ষ কোটি টাকা বরাদ্দ,৫ রাজ্যে শুরু হবে কিষাণ ক্রেডিট কার্ডে। 

ভারতকে বিশ্বের পর্যটন মানচিত্রে শীর্ষে তুলে ধরার কথা জানালেন অর্থমন্ত্রী। পর্যটন সংক্রান্ত অধিকাংশ প্রকল্পই যেতে চলেছে বিহারে। নতুন করে সাজানো হবে বুদ্ধগয়া, রাজগির এবং নালন্দাকে।

কোন কোন জিনিসের দাম কমল?

১. মোবাইল ফোন, মোবাইল চার্জারের ওপর মৌলিক কাস্টমস ডিউটি কমিয়ে ১৫ শতাংশ করার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।

২. সোনা ও রূপোর উপর শুল্ক ৬ শতাংশ এবং প্ল্যাটিনামের উপর ৬.৪ শতাংশ শুল্ক কমানো হয়েছে।

৩. ক্যানসার চিকিৎসার তিনটি ওষুধকে বেসিক কাস্টমস ডিউটি থেকে ছাড় দেওয়া হয়েছে।

৪.এফএম সৌর প্যানেল তৈরিতে ব্যবহৃত অব্যাহতিপ্রাপ্ত মূলধনী পণ্যগুলির তালিকা প্রসারিত করার প্রস্তাবও করেছিলেন।

৫. ই-কমার্সে টিডিএসের হার ১ শতাংশ থেকে কমিয়ে ০.১ শতাংশ

৬. ফেরোনিকেল, বিশেষ ধরনের তামার উপর বেসিক কাস্টমস ডিউটি।

৭.র্দিষ্ট ব্রুডস্টক, পলিচেট ওয়ার্ম, চিংড়ি ও মাছের খাদ্যের মূল শুল্ক কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

৮.চিংড়ি ও ফিস ফিড উৎপাদনের জন্য বিভিন্ন উপকরণের ওপর শুল্ক মকুব করা হয়েছে।

৯. চামড়া ও বস্ত্র খাতে রফতানির প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে হাঁস বা হাঁস থেকে রিয়েল ডাউন ফিলিং ম্যাটেরিয়ালের বিসিডি কমানো হয়েছে।

১০. পাইপলাইনে বিদ্যমান এবং নতুন ক্ষমতাকে সমর্থন করার জন্য, অ্যামোনিয়াম নাইট্রেটের বেসিক কাস্টমস ডিউটি ৭.৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে।

১১. রেজিস্টার তৈরির জন্য অক্সিজেন ফ্রি কপারের উপর থেকে বেসিক কাস্টমস ডিউটি তুলে দেওয়া হয়েছে।

১২. পরমাণু শক্তি, পুনর্নবীকরণযোগ্য জ্বালানি, মহাকাশ, প্রতিরক্ষা, টেলিকমিউনিকেশন এবং হাই-টেক ইলেকট্রনিক্সের মতো খাতের জন্য ২৫টি গুরুত্বপূর্ণ খনিজের ওপর শুল্ক সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে এবং এর মধ্যে দুটিতে বিসিডি হ্রাস করা হয়েছে।

দাম বাড়ল কোন কোন জিনিসের?

১. এফএম অ্যামোনিয়াম নাইট্রেটের উপর শুল্ক বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব দিয়েছে।

২.সরকার নন-বায়োডিগ্রেডেবল প্লাস্টিকের উপর শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছে।

৩.নির্দিষ্ট টেলিকম সরঞ্জামের উপর বেসিক কাস্টমস ডিউটি ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ

৪.সরকার ১০ লক্ষ টাকার বেশি মূল্যের বিজ্ঞাপিত পণ্যগুলিতে ১ শতাংশ টিসিএস আদায়ের প্রস্তাবও দিয়েছে।

৫. সোলার গ্লাসে শুল্ক বাড়ানো হবে না বলেও ঘোষণা করেন অর্থমন্ত্রী।

(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *