বিহারের বিভিন্ন সড়ক প্রকল্পের জন্য ২৬ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা অর্থমন্ত্রীর। বিশেষ আর্থিক সহায়তা অন্ধ্রপ্রদেশকে। চলতি অর্থবর্ষে অতিরিক্ত ১৫ হাজার কোটি টাকা পাবে অন্ধ্র।

Budget 2024-25: বাজেটে বাংলাকে বঞ্চনা! মন্তব্য মুখ্যমন্ত্রীর, ‘নীতিশ-নাইডুকে তেল দেওয়ার বাজেট’ কটাক্ষ ফিরহাদের

Bengal News
Share this news

বিহারের(Bihar) বিভিন্ন সড়ক প্রকল্পের জন্য ২৬ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা অর্থমন্ত্রীর। বিশেষ আর্থিক সহায়তা অন্ধ্রপ্রদেশকে। চলতি অর্থবর্ষে অতিরিক্ত ১৫ হাজার কোটি টাকা পাবে অন্ধ্রপ্রদেশ (Andhra pradesh))। মূলত অমরাবতীতে নতুন রাজধানী নির্মাণের জন্য এই টাকা দেওয়া হচ্ছে বলে জানান নির্মলা। প্রসঙ্গত, বিহারের জেডিইউ এবং অন্ধ্রের টিডিপি ‘সংখ্যালঘু’ মোদী সরকারের গুরুত্বপূর্ণ শরিক দল।সেই দুটি রাজ্যকে ঝুলি উপুড় করে দিয়েছেন অর্থমন্ত্রী, মত বিশেষজ্ঞদের।

কেন্দ্রীয় বাজেটে ‘বাংলাকে সম্পূর্ণভাবে বঞ্চিত করা হয়েছে’, বিধানসভা থেকে এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন ‘এই বাজেট গরীবের নয়, জনগণের বাজেট নয়, একটা পার্টি নিজেকে খুশি করার জন্য বাজেট করেছে’। সেই সঙ্গে তাঁর বার্তা, উত্তরবঙ্গ যেন এই বাজেটকে মনে রাখে। উল্লেখ্য, উত্তরবঙ্গের জেলাগুলিতে বিজেপির প্রভাব তুলনামূলক বেশি। বাজেটে বিহার এবং অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যের প্রাপ্তি নিয়েও মন্তব্য করেছেন তিনি। এছাড়াও তিনি বলেন, ‘দুধের উপর ভর্তুকি নেই, সোনা, রূপোর উপর ভর্তুকি দেওয়া হয়েছে।’ অন্যদিকে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম কটাক্ষের সুরে বলেছেন, ‘নীতিশ-নাইডুকে তেল দেওয়ার বাজেট’।

উল্লেখ্য, বন্যা রুখতে অসম, হিমাচল প্রদেশকে বিশেষ সাহায্যের কথা জানালেন অর্থমন্ত্রী। একই ভাবে সাহায্য করা হবে উত্তরাখণ্ড এবং সিকিমকেও।

(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *