সোমবার থেকে বাড়তে শুরু করেছে আলুর দাম। সরকার দ্রুত পদক্ষেপ না করলে কয়েক দিনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

Potato Price Hike: আলু-সেদ্ধ ভাতও কি খাবার উপায় নেই! ধর্মঘটের জেরে চড়চড় করে বাড়ছে দাম, আলুর আকাল বাজারে

Bengal News
Share this news

সরকার ও আলু ব্যবসায়ীদের টানাপোড়েনে সাধারণ মানুষের ভোগান্তি।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নির্দেশের পর আলুর(Potato) দাম কমানোর ব্যাপারে সরকারি চাপের মুখে পড়ে কর্মবিরতির(Strike) ডাক দিয়েছে।এছাড়া সরকার ভিনরাজ্যে আলু রফতানিতে নিষেধাজ্ঞাও জারি করেছে। এর প্রতিবাদে ধর্মঘটের ডাক আলু ব্যবসায়ীদের। তার জেরে সোমবার থেকে বাড়তে শুরু করেছে আলুর দাম। সরকার দ্রুত পদক্ষেপ না করলে কয়েক দিনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

আলু ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে বাজারে আলুর আকাল হতে চলেছে। ইতিমধ্যেই চন্দ্রমুখী আলু প্রায় মিলছে না বললেই চলে। জ্যোতি আলু পাওয়া যাচ্ছে বটে, তবে তা কিনতে চড়া দাম দিতে হচ্ছে(Potato Price Hike)। দাম দিয়েও ভাল আলু পাচ্ছেন না অনেকেই। ধর্মঘটের কারণে আলু কেনা নিয়ে সমস্যায় পড়েছেন ক্রেতারা।বাঙালি মধ্যবিত্তের পাতে আলু প্রায় প্রতি দিনই আবশ্যিক সব্জির মধ্যে পড়ে। সেই আলুর দাম যদি চড়চড় করে বাড়তে থাকে, খুবই চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। 

সব্জির দাম তো বর্ষা পড়তে না পড়তেই আগুন হয়ে গিয়েছে, এবার আলুর দামও বাড়ছে। গরীব থেকে মধ্যবিত্তের পাতে ভাতের সঙ্গে কী জুটবে? মাথায় হাত সাধরণের!

বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)

1 thought on “Potato Price Hike: আলু-সেদ্ধ ভাতও কি খাবার উপায় নেই! ধর্মঘটের জেরে চড়চড় করে বাড়ছে দাম, আলুর আকাল বাজারে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *